scorecardresearch
 

MS Dhoni: IPS অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ধোনির, করলেন মামলা

আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আইপিএস অফিসার জি সম্পাথ কুমারের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে এমএস ধোনি একটি অবমাননার মামলা করেন।

Advertisement
এমএস ধোনি এমএস ধোনি
হাইলাইটস
  • মামলা করলেন এমএস ধোনি
  • আইপিএস অফিসারের বিরুদ্ধে মামলা

আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আইপিএস অফিসার জি সম্পাথ কুমারের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে এমএস ধোনি একটি অবমাননার মামলা করেন। মঙ্গলবার সেই অফিসারের বিরুদ্ধে করা মামলা কোর্টে উঠতে পারে।

কেন মামলা করলেন ধোনি?
২০১৩ সালের IPL স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধোনির জড়িত থাকার অভিযোগ করেছিলেন আইপিএস অফিসার সম্পাথ কুমার। তাঁর এই অভিযোগের বিরুদ্ধে মানহানির মামলা করেন ধোনি ও একটি টিভি নেটওয়ার্ক সংস্থা। তাঁর ২০২১ সালের আবেদনে, প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে সম্পাথ এবং অন্যদের আটকাতে আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন। মাদ্রাজ আদালত তা মেনেও নেয়। ধোনি দাবি করেছেন, আইপিএস অফিসার সম্পত আসলে মদ্রাজ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অবমাননা করেছেন। তাঁর এই মন্তব্য বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে দিতে পারে। 

আরও পড়ুন: বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার বিরাট, দৈনিক আয় কত জানেন?

কী অভিযোগ করেছিলেন সম্পত?
আইপিএস অফিসার সম্পত অভিযোগ করেন যে বিচারপতি মুদগল কমিটির রিপোর্টের কিছু অংশ প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট। বিশেষ তদন্ত দলকে সেই তথ্য হাতে দেয়নি সুপ্রিম কোর্ট। ধোনির দাবি, সম্পত যা বলেছেন তার অর্থ, সিল করা রিপোর্টের প্রকাশ না করার পেছনে সুপ্রিম কোর্টের কোনও উদ্দেশ্য রয়েছে। মঙ্গলবার এই মামলা মদ্রাজ আদালতে উঠতে পারে। 

আরও পড়ুন: বিরুষ্কার প্রেম হার মানাবে সিনেমার গল্পকেও! কীভাবে প্রেমে পড়লেন কোহলি?

২০১৩ সালে কী ঘটেছিল 

স্পট-ফিক্সিং কাণ্ড গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। চেন্নাই সুপার কিংসের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ধোনিও অভিযুক্ত হয়েছিলেন এই ঘটনায়। ২০১৫ সালের সিএসকে আর রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য আইপিএল থেকে সাসপেন্ড করা হয়। 

Advertisement

Advertisement