scorecardresearch
 

Lionel Messi Fan: ১২০০ মাইল উড়ে এসেছিলেন মেসিকে দেখতে, কেন হতাশ হতে হল ফ্যানকে?

ফরাসি ক্লাব পিএসজি (PSG) ছেড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। শোনা যাচ্ছে, যোগ দিতে চলেছেন আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে (Inter Miami)। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবে যে তিনি যোগ দিতে চলেছেন তা জানিয়েও দিয়েছেন লিওনেল মেসি। তবে মেজর লিগ সকারে খুবই খারাপ অবস্থা ইন্টার মিয়ামির। 

Advertisement
মেসি ও তাঁর সেই ভক্ত মেসি ও তাঁর সেই ভক্ত

ফরাসি ক্লাব পিএসজি (PSG) ছেড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। শোনা যাচ্ছে, যোগ দিতে চলেছেন আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে (Inter Miami)। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবে যে তিনি যোগ দিতে চলেছেন তা জানিয়েও দিয়েছেন লিওনেল মেসি। তবে মেজর লিগ সকারে খুবই খারাপ অবস্থা ইন্টার মিয়ামির। 
 

ইন্টার মিয়ামিতে সই মেসির
আমেরিকার এই ক্লাবের হয়ে অভিষেক হয়নি মেসির। কিন্তু তাঁর এক সমর্থক ভেবেছিলেন, গত শনিবারই হয়তো ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হবে মেসির। আর তাই ১২০০ মাইল দূর থেকে খেলা দেখতে এসেছিলেন তিনি। কিন্তু মাঠে এসে মেসিকে দেখতে না পেয়ে হতাশ হন ওই সমর্থক। এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে মেসি আসার আগেই তাঁকে নিয়ে যে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই টিকিটের দাম বেড়ে গিয়েছে বহুগুণ। তবে সবকিছুর মধ্যেও, মেসির টানে সঠিক খবর না নিয়ে ১২০০ মাইল দূরে মেসিকে দেখতে চলে এলেন এই ফ্যান? প্রশ্ন উঠেছে তা নিয়ে।  


সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই সমর্থকের হাতে একটি পোস্টার। আর তাতে লেখা, ‘১২০০ মাইল দূর থেকে ফুটবলের সর্বকালের সেরাকে দেখতে এসেছি।‘ কিন্তু মেসির অভিষেক ম্যাচ সেটি ছিল না। তাই হতাশ হন সেই ভক্ত। পরে ফেলে দেন ওই পোস্টার। শুধু তাই নয়, সেই ম্যাযচে ১-৪ গোলে ম্যাচ হারে ইন্টার মিয়ামি। টানা হেরেই চলেছে ইন্টার মিয়ামি। এবার মেসি কি পারবেন ডেভিড বেকহ্যামের দলের ভাগ্য ফেরাতে? মেসির ইউরোপ ছেড়ে চলে আসার সিদ্ধান্তে অনেকেই অবাক।    
 

Advertisement

কবে খেলতে নামবেন মেসি?
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি। ওই দিনই হবে লিওর অভিষেক। মেসির সঙ্গে আপাতত ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ইন্টার মিয়ামি। তবে তাঁর চুক্তিপত্রে ২০২৬ সালের কথা উল্লেখ থাকবে। অর্থাৎ, মেসি চাইলে চুক্তি একবছর বৃদ্ধি করতে পারেন। 
 

আরও পড়ুন

Advertisement