Messi In Kolkata: 'কিছু লোকের হ্যাংলামি...,' ক্ষুব্ধ কুণাল, যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য মমতার পদত্যাগ দাবি সুকান্তর

কয়েকজনের হ্যাংলামির জন্য কলকাতা লজ্জিত হল বলে দাবি করলেন কুণাল ঘোষ। যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় করলেন সুকান্ত মজুমদার। মেসির ইভেন্ট ম্যাসাকার হওয়ার জন্য তাঁর পদত্যাগ দাবি করা হয়েছে।

Advertisement
'কিছু লোকের হ্যাংলামি...,' ক্ষুব্ধ কুণাল, যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য মমতার পদত্যাগ দাবি সুকান্তরযুবভারতীতে বিশৃঙ্খলা
হাইলাইটস
  • হ্যাংলামির জন্য কলকাতা লজ্জিত হল
  • যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কুণাল
  • মমতার পদত্যাগ দাবি করলেন সুকান্ত

মেসির কলকাতা সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হল অনুষ্ঠান। গোটা মাঠ প্রদক্ষীণ করার কথা ছিল লিও মেসির। কিন্তু তেমনটা হল না। ক্ষুব্ধ হলেন দর্শকরা। গ্যালারি থেকে ছোড়া হল বোতল। এ নিয়ে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষও। 

কুণাল ঘোষের ক্ষোভ
এদিন মেসির অনুষ্ঠান মাঝ পথে বন্ধ হওয়ার পর এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, 'কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময়ে মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?  এতে কলকাতার সুনাম বাড়ল?'

আয়োজকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'অপদার্থ আয়োজর কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখল না? শুধু টাকা? শুধু ব্যবসা? এই আয়োজক আর কিথু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল। কলকাতা লজ্জিত হল। দর্শকদের ক্ষোভ ন্যায্য।'

পুরনো ঘটনা উল্লেখ করে কুণাল লেখেন, '২০১১ সালে এই যুবভারতীতেই খেলেছিলেন মেসি। আমি আর সহকর্মী প্রসেনজিৎ বক্সী কর্নার ফ্ল্যাগের পাশে বসে খেলা দেখেছিলাম। বারো ফুটের মধ্যে এসে কর্নার নিলেন মেসি। সবটা হয়েছিল পরিকল্পিত ভাবে কোনও বাড়াবাড়ি সেদিন হয়নি।'

সুকান্ত মমতার পদত্যাগ চাইছেন
BJP-র সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজত্ব মানেই চূড়ান্ত নৈরাজ্য আর অবব্যস্থা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্র মেসিকে চাক্ষুষ করতে টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী। কিন্তু প্রশাসনিক অব্যবস্থা এত চরমে পৌঁছয় তাঁকে ফিরে যেতে বাধ্য হতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মুহূর্তে পদত্যাগ করা। তাঁর পুলিশ-প্রশাসনের যাবতীয় পরিকল্পনাহীনতা এবং এই চূড়ান্ত অব্যবস্থার দায় মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র তাঁর উপরেই বর্তায়।'

ক্ষুব্ধ দর্শকরা
স্বপ্নের ফুটবলার মেসিকে চাক্ষুস করতে হাজার হাজার দর্শক মোটা টাকা দিয়ে টিকিট কেটে যুবভারতীতে এসেছিলেন। কিন্তু, মেসিক একটা ঝলকও দেখতে না পেয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন তাঁরা। এক দর্শক বলেন, '১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে এসেছিলাম মেসিকে দেখতে। আমার ছেলে মেসির ফ্যান। ও এক ঝলকও দেখতে পেল না। সমস্ত রাজনীতিবিদ আর সেলেবরা মেসিকে ঘিরে রেখেছিলেন। আমায় বঞ্চিত করা হল।'

Advertisement

উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় আসার আগেই মাঠ ছাড়েন মেসি। তারপরই গ্যালারি থেকে মাঠে নেমে আসেন দর্শকরা। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশের বিরুদ্ধে মৃদু লাঠিচার্জেরও অভিযোগ ওঠে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নামানো হয় RAF, শামিয়ানাতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। 

 

POST A COMMENT
Advertisement