scorecardresearch
 

KKR vs MI, IPl 2022: MI-কে ৫২ রানে হারাল KKR, প্লে অফে যেতে পারবে কলকাতা?

২৪ বলে ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। নিতিশ রানাও ২৬ বলে ৪৩ রান করেন। শেষদিকে ১৯ বলে ২৩ রান করে আউট হন রিঙ্কু সিং। অনেকদিন পর দলে সুযোগ পেয়ে ২৪ বলে ২৫ রান করেন অজিঙ্কা রাহানে। 

Advertisement
প্যাট কামিন্স প্যাট কামিন্স
হাইলাইটস
  • ৫২ রানে জিতল KKR
  • ভাল বোলিং কামিন্সের

মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৫২ রানে হারিয়ে প্লে অফের এখনও ভেসে রইল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। শুরুটা দারুণ করলেও কেকেআর-এর রান আটকে দেন জাসপ্রীত বুমরা। তার মধ্যে সেরা ছিল ১৮ তম ওভারটাই। একটাও রান না দিয়ে ৩ উইকেট তুলে নেন এই তারকা ক্রিকেটার। চার ওভার বল করে একটা মেডেন সহ পাঁচ উইকেট নেন বুমরা। শ্রেয়াস আইয়ারদের রান গিয়ে পৌঁছায় ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে।

২৪ বলে ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। নিতিশ রানাও ২৬ বলে ৪৩ রান করেন। শেষদিকে ১৯ বলে ২৩ রান করে আউট হন রিঙ্কু সিং। অনেকদিন পর দলে সুযোগ পেয়ে ২৪ বলে ২৫ রান করেন অজিঙ্কা রাহানে। 

বুমরা ছাড়াও দুটি উইকেট নিয়েছেন কুমার কার্তিকেরা। তবে ৩ ওভার বল করে ৩৫ রান দিয়েছেন তিনি। একটি করে উইকেট মুরগান অশ্বিন ও ড্যানিয়েল সামস। শেষ ৫ ওভারে কেকেআর মাত্র ২৬ রান তোলে, তারই মধ্যে হারিয়ে ফেলে আরও চারটি উইকেট। ১৩৯ রানে পঞ্চম উইকেট পড়ার পর কেকেআর আরও তিনটি উইকেট হারায় ১৮তম ওভারে। এই ওভারে প্রথম চার বলে তিনটি উইকেট নেন জসপ্রীত বুমরা। প্রথম বলটিতে বুমরাহর তৃতীয় শিকার হন কেকেআর কিপার শেল্ডন জ্যাকসন। ৭ বলে পাঁচ রান করে আউট হন তিনি। দুই বল পরেই প্যাট কামিন্স (২ বলে ০)-কেও সাজঘরে ফেরান বুমরা। পরের বলেই ফাস্ট বোলার তুলে নেন সুনীল নারিনের উইকেট। কোট অ্যান্ড বোল্ড হন কেকেআর স্পিনার। এই ওভারে কোনও রানও দেননি বুমরা। 

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই। তবে ইশান কিষান ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন। এরপর আর কেউই রান পাননি। তিলক ভর্মা, কায়রন পোলার্ড, ড্যানিয়েল সামস সকলেই ব্যর্থ। ১৭ ওভার ৩ বলে ১১৩ রানে শেষ মুম্বইয়ের ইনিংস। 

Advertisement

এক ওভারেই ৩ উইকেট তুলে নেন প্যাট কামিন্স। ২ ওভার ৩ বল করে দুটি উইকেট আন্দ্রে রাসেলের। একটি করে উইকেট নেন টিম সাউদি ও বরুণ চক্রবর্তী। দুটি উইকেট মুম্বই হারায় রান আউটে। 

Advertisement