scorecardresearch
 

টি-২০'তে ধামাকাদার সেঞ্চুরি আজ়হারউদ্দিনের, ভাঙলেন ইউসুফ পাঠানের রেকর্ড!

মাত্র পাঁচ বলের জন্য ঋষভ পান্থের (৩২ বলে সেঞ্চুরি) রেকর্ড ভাঙতে পারলেন না আজ়হারউদ্দিন। রোহিত শর্মার (৩৫ বলে সেঞ্চুরি) পর আজ়হারউদ্দিনই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে দ্রুত শতরানটি করে ফেললেন। ইউসুফ পাঠানও ৩৭ বলে শতরান করেছিলেন।

Advertisement
কেরল ক্রিকেট দলের ওপেনার মহম্মদ আজ়হারউদ্দিন (ছবি - টুইটার) কেরল ক্রিকেট দলের ওপেনার মহম্মদ আজ়হারউদ্দিন (ছবি - টুইটার)
হাইলাইটস
  • টি-২০ ক্রিকেটে সবথেকে দ্রুত শতরান করেছেন ক্রিস গেইল
  • তিনি ৩০ বলে নিজের শতরান পূরণ করেন
  • ৩২ বলে সেঞ্চুরি করেছেন ঋষভ পান্থ
  • আর মহম্মদ আজ়হারউদ্দিন মাত্র ৩৭ বলে এই সেঞ্চুরি করেন

সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করলেন কেরলের মহম্মদ আজ়হারউদ্দিন। তাঁর ধামাকাদার শতরানের ইনিংসের (অপরাজিত ১৩৭ রান) দৌলতে মুম্বইকে নতি স্বীকার করতে হয়। ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান টুর্নামেন্টের দ্বিতীয় সবথেকে দ্রুত শতরানটি করলেন। ধবল কুলকার্নির মতো পেসারকে ঠেঙিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র ৩৭ বলে এই সেঞ্চুরি করেন। 

মাত্র পাঁচ বলের জন্য ঋষভ পান্থের (৩২ বলে সেঞ্চুরি) রেকর্ড ভাঙতে পারলেন না আজ়হারউদ্দিন। রোহিত শর্মার (৩৫ বলে সেঞ্চুরি) পর আজ়হারউদ্দিনই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে দ্রুত শতরানটি করে ফেললেন। ইউসুফ পাঠানও ৩৭ বলে শতরান করেছিলেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই প্রথমবার কেরলের কোনও ব্যাটসম্যান শতরান করলেন। সেইসঙ্গে এই প্রথমবার কেরল মুম্বইকে হারাল। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই সাত উইকেটে ১৯৬ রান করে। অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৮ রান করেছেন। অন্যদিকে যশস্বী জয়সওয়াল এবং আদিত্য তারে যথাক্রমে ৪০ এবং ৪২ রান করেন।

কেরলের ওপেনার মহম্মদ আজ়হারউদ্দিনের ধামাকাদার ব্যাটিংয়ের দৌলতে মাত্র ১৫.৫ ওভারেই ১৯৭ রান তুলে নেয় দল। ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে আট উইকেটে জয় এনে দেয় এই ব্যাটসম্যান। ৫৪ বল খেলে তিনি ন'টি বাউন্ডারি এবং ১১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এবং ম্যাচের শেষে ১৩৭ রানে অপরাজিত ছিলেন। এছাড়া রবিন উথাপ্পা ৩৩ এবং অধিনায়ক সঞ্জু স্যামসন ২২ রান করেছেন।

Advertisement

টি-২০ ক্রিকেটে সবথেকে দ্রুত শতরান করেছেন ক্রিস গেইল। তিনি ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস দলকে উপহার দেন। তিনি ৩০ বলে নিজের শতরান পূরণ করেন।

৩২ বলে সেঞ্চুরি করেছেন ঋষভ পান্থ। তিনি ২০১৮ সালে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দিল্লির হয়ে খেলতে নেমেছিলেন এবং হিমাচলপ্রদেশের বিরুদ্ধে শতরানটি করেছিলেন। টি-২০ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এটাই সবথেকে দ্রুত শতরান।

Advertisement