Mohammed Shami: বল করতে করতেই পড়ে গেলেন শামি, ভোগাচ্ছে পুরনো চোট?

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফের চোট পেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর থেকেই পায়ের চোটের কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন তারকা ফাস্ট বোলার। প্রায় এক বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার (Bengal Cricket Team) হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নামেন তিনি। এরপর মুস্তাক আলি ট্রফিতেও খেলছিলেন। কিন্তু শুক্রবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচেই ফের চোট পান তিনি। 

Advertisement
বল করতে করতেই পড়ে গেলেন শামি, ভোগাচ্ছে পুরনো চোট?Mohammed Shami

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফের চোট পেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর থেকেই পায়ের চোটের কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন তারকা ফাস্ট বোলার। প্রায় এক বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার (Bengal Cricket Team) হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নামেন তিনি। এরপর মুস্তাক আলি ট্রফিতেও খেলছিলেন। কিন্তু শুক্রবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচেই ফের চোট পান তিনি। 

ফের একই জায়গায় চোট শামির?
অনেকেই মনে করেছিলেন দারুণ ছন্দে থাকা শামিকে ভারতীয় দলে দ্রুত দেখা যাবে। অনেকে তো আবার চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেও শামিকে দেখতে চাইছিলেন। তবে তাড়াহুড়ো করতে চায়নি বিসিসিআই। বলা হয়েছিল শামি যদি সুস্থ হয়ে ওঠেন তবে তাঁকে সুযোগ দেওয়া হবে। এর মধ্যেই ফের চোট পাওয়ার খবর সামনে আসছে। এই ঘটনা টিম ইন্ডিয়ার জন্য সত্যিই উদ্বেগের বিষয়। এবার মহম্মদ শামির পিঠে সমস্যা দেখা দিয়েছে।

কীভাবে চোট পেলেন শামি?
শুক্রবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলায় বাংলার ফাস্ট বোলার মহম্মদ শামির পিঠে সমস্যা দেখা গিয়েছিল। ইনিংসের শেষ ওভার বল করার সময় মহম্মদ শামি বল থামানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরে মহম্মদ শামিকে বেশ অস্বস্তি বধ করতে থাকেন। তিনি তাঁর পিঠ চেপে ধরেছিলেন। এরপর মাঠের মধ্যেই মহম্মদ শামিকে পরীক্ষা করা হয়। এরপর যদিও শামি উঠে নিজের ওভারটি শেষ করেছিলেন। তবে অনেকে মনে করেন শামির চোট গুরুতর নয়। রবিবার মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচেও তাঁকে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। 

শামির দারুণ কেরিয়ার
মহম্মদ শামি এখন পর্যন্ত তার আন্তর্জাতিক কেরিয়ারে ৬৪টি টেস্ট, ১০১টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টের ১২২ ইনিংসে তিনি ২২৯ উইকেট নিয়েছেন। ওডিআইয়ের ১০০ ইনিংসে ১৯৫ উইকেট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ২৩ ইনিংসে ২৪ উইকেট শিকার করেছেন তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement