Mohammed Shami: প্রায় ১ বছর পর নামছেন শামি, সুযোগ পাবেন অস্ট্রেলিয়া সিরিজে?

প্রায় ১ বছর পর ২২ গজে ফিরছেন মহম্মদ শামি। ভারতীয় দলের জার্সি না হলেও, বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে নামতে চলেছেন এই তারকা বোলার। আজ থেকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামছে বাংলা। সেই ম্যাচেই খেলবেন চোট কাটিয়ে ফেরা এই স্পিডস্টার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন শামি। 

Advertisement
প্রায় ১ বছর পর নামছেন শামি, সুযোগ পাবেন অস্ট্রেলিয়া সিরিজে?  মোহাম্মদ শামি

প্রায় ১ বছর পর ২২ গজে ফিরছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দলের (Team India) জার্সি না হলেও, বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) নামতে চলেছেন এই তারকা বোলার। আজ থেকে মধ্যপ্রদেশের (Bengal vs Madhya Pradesh) বিরুদ্ধে নামছে বাংলা। সেই ম্যাচেই খেলবেন চোট কাটিয়ে ফেরা এই স্পিডস্টার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন শামি। 

অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে শামিকে?

এ মরসুমে সুযোগ পেলেই যে বাংলা দলের হয়ে নেমে পড়তে পারেন তিনি তা আগেই জানিয়েছিলেন শামি। তবে পুরো ফিট না হওয়ায় এনসিএ-এর ছাড়পত্র পাওয়া যাচ্ছিল না। শোনা গিয়েছিল নতুন করে চোট লেগেছে তাঁর। আর সেই কারণে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ পাননি তিনি। তবে এবার নামছেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে। বুধবার থেকে বাংলার হয়ে খেলে ফিটনেসের প্রমাণ দিলে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে দলে নেওয়া হয় কি না সে দিকেও নজর থাকবে।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে সুযোগ পেতে পারেন দুই ভাইই

বুধবার থেকে ইন্দোরে। সামনে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশ দীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পোড়েলও। এমন অবস্থায় শামিকে পেলে অনেকটাই শক্তি বাড়বে বাংলার। একই সঙ্গে খেলতে পারেন শামির ভাই মহম্মদ কইফও। দুই ভাইকে একসঙ্গে খেলাতে পারে বাংলা।

গত বছর এক দিনের বিশ্বকাপের ফাইনালে শেষ বার খেলতে দেখা গিয়েছিল শামিকে। ১৯ নভেম্বর সেই ম্যাচে ভারত জিততে পারেনি। সেই ম্যাচের পর থেকেই শুরু হয়ে যায় শামির চিকিৎসা। তিনি চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন বলে শোনা যায়। শামির গোড়ালিতে চোট ছিল। সমস্যা ছিল হাঁটুতেও। সেই সব কিছু সারিয়ে মাঠে ফিরছেন শামি। বাংলার দলের জন্য এটা যেমন স্বস্তির, তেমনই স্বস্তি দেবে ভারতীয় দলকেও। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে শামি সুস্থ হয়ে ওঠায় অনেকটা চিন্তা কমবে রোহিত শর্মাদেরও।   

Advertisement

POST A COMMENT
Advertisement