scorecardresearch
 

Mohammed Shami: 'মুসলিম হয়ে হিন্দুদের উৎসবে?' দশমীর শুভেচ্ছায় শামিকে টার্গেট, পাশে অনুরাগ

মহম্মদ শামি  দশেরা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের অভিনন্দন জানিয়েছিলেন। মহম্মদ শামি লিখেছেন, 'দশেরার উপলক্ষ্যে আমি ভগবান রামের কাছে প্রার্থনা করি যাতে আপনার জীবন সুখ এবং সাফল্যে ভরে যায়। আপনাকে এবং আপনার পরিবারকে দশেরার শুভেচ্ছা।'

Advertisement
মহম্মদ শামি ও অনুরাগ ঠাকুর মহম্মদ শামি ও অনুরাগ ঠাকুর
হাইলাইটস
  • পোস্ট করে ট্রোলড শামি
  • পাশে দাঁড়ালেন অনুরাগ ঠাকুর

দশমীর শুভেচ্ছা জানাতে গিয়ে মৌলবাদীদের আক্রমণের মুখে পড়তে হল ভারতীয় দলের পেস বোলার মহম্মদ শামিকে (Mohammad Shami)। দশেরা উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন শামি। এরপরেই তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়। তবে ভারতের বোলারের পাশে দাঁড়ান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

কী পোস্ট করেছিলেন শামি?
মহম্মদ শামি  দশেরা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের অভিনন্দন জানিয়েছিলেন। মহম্মদ শামি লিখেছেন, 'দশেরার উপলক্ষ্যে আমি ভগবান রামের কাছে প্রার্থনা করি যাতে আপনার জীবন সুখ এবং সাফল্যে ভরে যায়। আপনাকে এবং আপনার পরিবারকে দশেরার শুভেচ্ছা।'

আরও পড়ুন: পরপর চোট, T20 বিশ্বকাপের মুখে বিপাকে টিম ইন্ডিয়া

কেন আক্রমণ করা হল শামিকে?
মুসলমান হয়েও হিন্দুদের উৎসবে মেতে ওঠার জন্য সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হতে হল তাঁকে। কটাক্ষ করতে থাকেন অনেকেই। যদিও শামি কোনও প্রতিক্রিয়া জানাননি। শামির পাশে দাঁড়ান অনুরাগ।

আরও পড়ুন: বুমরার পরিবর্তে শামি-ই? যে শর্তে বিশ্বকাপে দলে সুযোগ হতে পারে বাংলার পেসারের

কী বললেন অনুরাগ?
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ''দশেরা সকলের উৎসব। এতে সকলে মিলে শামিল হতেই পারে। ভারতের অন্যান্য ক্রিকেটারাও এই উৎসব পালন করছে। শামি করলে দোষ কোথায়?'' এখানেই থেমে থাকেননি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ''যারা শামিকে আক্রমণ করছে তারা আসলে দেশটাকে ভাগ করতে চায়। আমাদের কাজ দেশটাকে ঐক্যবদ্ধ রাখা।'' এমনটাও জানিয়েছেন অনুরাগ।      

এর আগেও কটাক্ষ শুনতে হয়েছে শামিকে
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হারের পর ট্রোল করা হয় শামিকে। তবে, তখন দলের অধিনায়ক বিরাট কোহলি প্রকাশ্যে শামির পাশে এসে দাঁড়ান। শামি  এখন টিম ইন্ডিয়ার হয়ে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরা।
 
স্ট্যান্ডবাই হিসেবে দলে শামি
মহম্মদ শামি রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় স্থান পেয়েছেন, এখন তিনি জসপ্রিত বুমরাহের বদলি হিসেবে মূল দলে যোগ দিতে পারেন। করোনা আক্রান্ত হওয়ার অস্ট্রেলয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজে ছিলেন না তিনি।  
 

Advertisement

Advertisement