scorecardresearch
 

Mohammed Shami: 'অস্ট্রেলিয়া বরং আমাদের নিয়ে ভাবুক...' প্যাট কামিন্সদের পাল্টা দিলেন শামি

মঙ্গলবার থেকে বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ খেলতে নামছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (Team India)। বাংলাদেশের পরে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজ। তবে ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নভেম্বরে শুরু অস্ট্রেলিয়ায় (India vs Australia) পাঁচ টেস্টের সিরিজ। সম্প্রতি অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins) ভারতের কাছে শেষ দু’বার দেশের মাঠে লাল বলে হারের ছবি বদলে দেওয়ার গর্জন তুলেছিলেন।

Advertisement
মোহাম্মদ শামি, কেএল রাহুল এবং রোহিত শর্মা। মোহাম্মদ শামি, কেএল রাহুল এবং রোহিত শর্মা।

মঙ্গলবার থেকে বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ খেলতে নামছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (Team India)। বাংলাদেশের পরে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজ। তবে ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নভেম্বরে শুরু অস্ট্রেলিয়ায় (India vs Australia) পাঁচ টেস্টের সিরিজ। সম্প্রতি অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins) ভারতের কাছে শেষ দু’বার দেশের মাঠে লাল বলে হারের ছবি বদলে দেওয়ার গর্জন তুলেছিলেন। 
 

অস্ট্রেলিয়া আমাদের নিয়ে ভাবুক
শনিবার সিএবি-র (CAB) অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমে হাসি মুখেই এর পাল্টা দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বলেন, ‘কামিন্স ঠিক কী বলেছে, জানি না। শুধু একটা কথা বলতে চাই, অস্ট্রেলিয়ায় গিয়ে আবার আমরাই জিতব। অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা ওদের হারিয়েছি। তাই ওরা আমাদের নিয়ে ভাবুক।’ একই সুর শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখেও। ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন বলেন, 'ভারতীয় টিমের আবারও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের ক্ষমতা রয়েছে। আমাদের ব্যাটাররা যদি রান করতে পারে, তা হলে সিরিজ না জেতার কোনও কারণ নেই। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্টে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে ভারতের বোলিং ব্রিগেডের।’ 
 

কবে ফিরবেন শামি?
এ সবের মধ্যে প্রশ্ন, কবে মাঠে ফিরবেন ভারতীয় দলের স্পিডস্টার শামি? তাঁর জবাব, ‘এনসিএ-তে বোলিং করছি। যখন মনে হবে, খেলার জন্য পুরোপুরি তৈরি, তখনই ম্যাচে নামব। সেটা রঞ্জি হতে পারে, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হতে পারে।’
 

আরজি কর নিয়েও মুখ খুললেন শামি
এদিন আরজি কর (RG Kar Incident) ইস্যুতেও মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার। সুবিচারের দাবিতে সোচ্চার হওয়া প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন এ প্রতিবাদকে সকলের সমর্থন করা উচিত। আরজি করের ঘটনা নিয়ে সামির বক্তব্য, ‘মর্মান্তিক ঘটনা। প্রতিবাদকে সমর্থন জানাই, সবারই সমর্থন জানানো উচিত।’

Advertisement

Advertisement