চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০১৯ বিশ্বকাপে (World Cup 2019) চোট পেয়েছিলেন তিনি। ফিরে আসার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই তারকা পেসার। জীবনে চলার পথ সব সময় মসৃণ হয়নি এই জোরে বোলারের। নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। শামির জীবনের সেই গল্পই এবার শেয়ার করেছেন তাঁর বন্ধু উমেশ কুমার। ইউটিউবে একটি পডকাস্টে তিনি বলেন শামির জীবনের খারাপ সময়ের কথা।
শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এক বার ভারত বনাম পাকিস্তানের একটি ম্যাচকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছিলেন। সেই সময় শামি মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। সেই সময় আত্মহত্যাও করতে গিয়েছেন ভারতীয় দলের এই পেসার। উমেশ বলেন, 'ওই সময় শামি আমার সঙ্গে থাকত। যে দিন তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে সে দিন ও খুবই ভেঙে পড়েছিল। শামি আমায় জানিয়েছিল, সব অভিযোগ মেনে নিলেও ম্যাচ গড়াপেটার মতো জঘন্য অপরাধ ও করেনি।' উমেশ আরও বলেন, 'শামি নিজেকে শেষ করার সিদ্ধান্তও নিয়েছিল। এক দিন রাতে ও ১৯ তলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। তখন ঘড়িতে ভোর ৪টে বাজে। আমি জল খাওয়ার জন্য উঠেছিলাম। রান্নাঘরের দিকে যাওয়ার সময় দেখি শামি বারান্দায় দাঁড়িয়ে আছে। আমরা ১৯ তলায় থাকতাম। আমি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে তখন কী চলছিল। ওই রাতটা শামির জীবনে সব চেয়ে কঠিন রাত ছিল।'
পরে যদিও শামির বিরুদ্ধে তদন্ত হলেও তিনি নির্দোষ বলে প্রমানিত হন। সেটা এই পেসারকে দারুণ শান্তি দিয়েছিল বলেও মনে করেন তাঁর বন্ধু উমেশ। ২০২৩ বিশ্বকাপে গোড়ালিতে মারাত্মক চোট পেলেও দারুণ বোলিং করেন। ২৪টি উইকেট ছিল তাঁর ঝুলিতে। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি উইকেট পাওয়া এই ক্রিকেটার এখন ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে পারছেন না।
তবে ধীরে ধীরে তাঁর চোট সেরে উঠছে। শামির অনুশীলনের ভিডিও দেখে সেটাই মনে হচ্ছে। ক্রিকেট প্রেমীদের আশা, বাংলাদেশ সফরেই ভারতীয় দলে জায়গা পাবেন শামি।