scorecardresearch
 

Hasin Jahan: 'নরক থেকে মুক্তি...' হঠাত্‍ এরকম পোস্ট কেন হাসিনের?

সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক পোস্ট হাসিন জাহানের। ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির স্ত্রী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ছোটবেলার যন্ত্রণার কথা কবিতার মাধ্যমে শেয়ার করেন। আর তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

Advertisement
হাসিন ও শামি হাসিন ও শামি

সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক পোস্ট হাসিন জাহানের। ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির স্ত্রী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ছোটবেলার যন্ত্রণার কথা কবিতার মাধ্যমে শেয়ার করেন। আর তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 


বুধবার লম্বা সেই পোস্টে হাসিন লেখেন, ‘মেয়ে হয়ে জন্মানোর অভিশাপ সহ্য করতে হয়েছে ছোটবেলা থেকেই।‘ হাসিন একটি কবিতা শেয়ার করেন। যেখানে তিনি যে মহম্মদ শামিকেই নিশানা করেছেন তা এক প্রকার নিশ্চিত। তবে কারুর নাম করেননি তিনি। তিনি বলেছেন, শামির সঙ্গে বিচ্ছেদের ফলে নরক থেকে বেরিয়ে আসতে পেরেছেন তিনি। সাধারণভাবে সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাক্টিভ হাসিন জাহান (Hasin Jahan)। সম্পর্কে তিনি ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকেন না তাঁরা। একে অন্যকে নানান অভিযোগের তীরে বিদ্ধ করেছেন এর মধ্যে। 

গোটা বিষয়টা গড়িয়েছে আদালত অবধিও। এর আগে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই নানা ধরনের অভিযোগ এনেছিলেন হাসিন এবং শামি (Mohammed Shami)। মডেল-অভিনেত্রী হাসিন তাঁর ক্রিকেট তারকা স্বামীর বিরুদ্ধে প্রতারণা, পরকীয়া এবং শারিরীক অত্যাচারের গুরুতর অভিযোগ সামনে এনেছিলেন। পাল্টা সম্মানহানির অভিযোগ করেছিলেন মহম্মদ শামিও (Mohammed Shami)। এই ঘটনার পর থেকেই বারেবারে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শিরোনামে উঠে এসেছেন হাসিন। 


গতকাল ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন হাসিন (Hasin Jahan)। ছবিতে লাল শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে। তবে নজর কেড়ে নিয়েছে ছবির ক্যাপশন। তবে ভারতীয় ক্রিকেটারের অনুরাগীদের নিশানায় পড়তে হয়েছে হাসিনকে। প্রায়ই আক্রমণের শিকার হতে হয় তাঁকে। কখনও কখনও তা শালীনতার মাত্রাও ছাড়ায়। এই পোস্টেও তিনি ঠিক কার দিকে আঙুল তুলতে চাইছেন তা জানতে চেয়েছেন নেটিজেনেরা। অনেকেই আবার নিশ্চিত যে হাসিন ইঙ্গিত করেছেন তাঁর প্রাক্তন স্বামীর দিকেই।


আইপিএল খেলে শামি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলতে ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন। তবে বল হাতে বিশেষ দাগ কাটতে পারেন নি তিনি। ওভালে অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯ ওভার বল করে ১২২ রান দিয়ে মাত্র ২ উইকেট পান। আর দ্বিতীয় ইনিংসে ১৬.৩ ওভারের ৩৯ রান খরচ করে ২ টি উইকেট পান তিনি। যদিও অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যায় ভারতীয় দল।


 

Advertisement