Mohammed Shami: নিলামের আগে আজ ফের নামছেন শামি, কোথায়-কীভাবে দেখবেন বাংলা-পঞ্জাব ম্যাচ?

দীর্ঘ বিরতির পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে দারুণ বোলিং করেছিলেন বাংলার (Bangla) পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। নিবার ফের মাঠে নামছেন তিনি। তবে এবার রঞ্জিতে নয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে দেখা যাবে বাংলার স্পিডস্টারকে। রঞ্জি ট্রফির ম্যাচ টিভিতে দেখা যায়নি। আবার হয়নি কোনও লাইভ স্ট্রিমিংও। তবে মুস্তাক আলি ট্রফির ম্যাচ দেখা যাবে টিভিতে আবার লাইভ স্ট্রিমিং-ও হবে। 

Advertisement
নিলামের আগে আজ ফের নামছেন শামি, কোথায়-কীভাবে দেখবেন বাংলা-পঞ্জাব ম্যাচ?ফ্রেমে মোহাম্মদ শামি

দীর্ঘ বিরতির পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে দারুণ বোলিং করেছিলেন বাংলার (Bangla) পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। নিবার ফের মাঠে নামছেন তিনি। তবে এবার রঞ্জিতে নয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে দেখা যাবে বাংলার স্পিডস্টারকে। রঞ্জি ট্রফির ম্যাচ টিভিতে দেখা যায়নি। আবার হয়নি কোনও লাইভ স্ট্রিমিংও। তবে মুস্তাক আলি ট্রফির ম্যাচ দেখা যাবে টিভিতে আবার লাইভ স্ট্রিমিং-ও হবে। 

কীভাবে দেখতে পাবেন বাংলার ম্যাচ?

বিকেল ৪.৩০-এ শুরু বাংলা বনাম পঞ্জাব সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলা বনাম পঞ্জাবের মুস্তাক আলি ট্রফির এই ম্যাচ বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।

নিলামের আগের দিন জোর টক্কর 

রবিবার ও সোমবার হবে ২০২৫ সালের আইপিএল-এর মেগা নিলাম (IPL Mega Auction)। সেই নিলামের আগে নিজেকে ফের প্রমাণ করতে মরিয়া শামি। গত মরসুমে চোটের কারণে আইপিএল (IPL) খেলতে পারেননি শামি। আর সে কারণেই গুজরাত টাইটান্স (Gujarat Titans) তাঁকে এবারে রিটেনও করেনি। ঘনিষ্ঠ মহলে এ ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন বাংলার এই পেসার। তাই এবারের আইপিএল-এর নিলামে বড় বাজি হতে চলেছেন শামি। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। অন্যদিকে এই ম্যাচে খেলতে দেখা যাবে ভারতীয় দলের আরও এক তারকা আর্শদীপ সিং-কেও (Arshdeep Singh)। তিনিও নিলামে নজরে থাকবেন। পঞ্জাবের অভিষেক শর্মাকে ( অবশ্য রিটেন করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির জন্য ঘোষিত বাংলা দল: সুদীপ ঘরামি (ক্যাপ্টেন), মহম্মদ সামি, অভিষেক পোড়েল, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাদ আহমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরী, শাকির হাবিব গান্ধী, রনজ্যোৎ সিং খাইরা, প্রয়াস রায় বর্মণ, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ, সৌম্যদীপ মন্ডল

Advertisement

POST A COMMENT
Advertisement