scorecardresearch
 

Mohammedan Sporting: ISL শুরুর আগেই চাপে মহমেডান, প্রথম ম্যাচে অনিশ্চিত এই তারকা

ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। মরসুম শুরু হওয়ার আগে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) সমর্থকরা। গত মরসুমে আই লিগে (I League) দারুণ পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে আইএসএল (ISL) খেলতে নামার আগে চাপে পড়ে গেল সাদা-কালো শিবির। আইএসএল শুরুর আগেই ঘানার মিডফিল্ডার আব্দুল কাদিরী মহম্মদের (Abdul Kadiri Mohammed) চোট নিয়ে সমস্যায় আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) দল। 

Advertisement
মহমেডান (ছবি সৌজন্যে- আইএসএল) মহমেডান (ছবি সৌজন্যে- আইএসএল)

ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। মরসুম শুরু হওয়ার আগে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) সমর্থকরা। গত মরসুমে আই লিগে (I League) দারুণ পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে আইএসএল (ISL) খেলতে নামার আগে চাপে পড়ে গেল সাদা-কালো শিবির। আইএসএল শুরুর আগেই ঘানার মিডফিল্ডার আব্দুল কাদিরী মহম্মদের (Abdul Kadiri Mohammed) চোট নিয়ে সমস্যায় আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) দল। 

ক্লাবের মাঠ নিয়ে উঠেছে প্রশ্ন
প্রথম দিকে নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন চললেও, মাঠের সংস্কারের জন্য এখন নিজেদের ক্লাব গ্রাউন্ডেই অনুশীলন চালিয়ে যাচ্ছে দল। তবে এই মাঠ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। মাঠের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ মাঠে অনুশীলন করার সময় বেশ কিছু ফুটবলার চোট পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল কাদিরী মোহাম্মদ, যিনি এই মরসুমে ঘানার মিডফিল্ডার হিসেবে মহামেডানের অন্যতম ভরসা।

প্রথম ম্যাচে খেলতে পারবেন?
ট্রান্সফার উইন্ডোতে এই প্রতিভাবান ফুটবলারকে নিয়ে আসা হয়েছিল ISL-এর জন্য, তবে অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ার কারণে মাঠ থেকে সাপোর্টিং স্টাফদের সাহায্যে বেরিয়ে যেতে হয়েছিল তাকে। তার চোটের কারণে প্রথম ম্যাচে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এমআরআই করানোর পর তার পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ চেরনিশভ।   

আরও পড়ুন

আব্দুল কাদিরী মহম্মদ
আব্দুল কাদিরী মহম্মদ

আইএসএল-এ বাকিদের বেগ দেওয়াই লক্ষ্য মহমেডানের

লিগে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখার লক্ষ্যে, মহামেডান লগ্নিকারী সংস্থার সহযোগিতায় এবার শক্তিশালী দল গড়েছে। পুরনো খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন হাইপ্রোফাইল নতুন তারকাকে যুক্ত করা হয়েছে স্কোয়াডে। দলের দায়িত্বে আছেন অভিজ্ঞ কোচ আন্দ্রে চেরনিশভ, যিনি বর্তমানে ফুটবলারদের কঠোর অনুশীলনে ব্যস্ত।

Advertisement

Advertisement