Mohammedan Sporting Transfer News: মহমেডানের বিরাট চমক, তারকা বিদেশি এবার সাদা-কালো জার্সিতে

এবার জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) সতীর্থকে সই করাচ্ছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আগামিকাল থেকেই শুরু হচ্ছে আইএসএল (ISL)। এর আগে পর্তুগিজ ফুটবলার নুনো রুইসকে (Nuno Reis) নিতে চলেছে তারা। রুইসকে আনা হচ্ছে মহম্মদ কাদিরির পরিবর্তে। চোট পেয়ে কাদিরি ছিটকে গিয়েছেন এবারের ইন্ডিয়ান সুপার লিগ থেকে। তিনি ছিটকে যাওয়ার পরেই বেশ সমস্যায় পড়তে হয়েছিল সাদা-কালো শিবিরকে। সেই সময়ই নুনো রুইসের নাম সামনে আসে বলে সূত্রের খবর।

Advertisement
মহমেডানের বিরাট চমক, তারকা বিদেশি এবার সাদা-কালো জার্সিতেNuno Reis

এবার জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) সতীর্থকে সই করাচ্ছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আগামিকাল থেকেই শুরু হচ্ছে আইএসএল (ISL)। এর আগে পর্তুগিজ ফুটবলার নুনো রুইসকে (Nuno Reis) নিতে চলেছে তারা। রুইসকে আনা হচ্ছে মহম্মদ কাদিরির পরিবর্তে। চোট পেয়ে কাদিরি ছিটকে গিয়েছেন এবারের ইন্ডিয়ান সুপার লিগ থেকে। তিনি ছিটকে যাওয়ার পরেই বেশ সমস্যায় পড়তে হয়েছিল সাদা-কালো শিবিরকে। সেই সময়ই নুনো রুইসের নাম সামনে আসে বলে সূত্রের খবর। 
 
কীভাবে চোট পেয়েছিলেন কাদিরি?
 ডিফেন্সিভ মিডিও কাদিরি প্রাক্ মরশুম প্রস্তুতি চলাকালীন চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যান। অনুশীলন শেষে সাপোর্টিং স্টাফেদের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। যা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছে। পরবর্তীতে এমআরআই এর রিপোর্ট আসতেই কপালে ভাঁজ পড়ে যায় সাদা-কালো ব্রিগেডের। সেই রিপোর্ট অনুযায়ী চলতি সিজনে আর হয়তো মাঠে নামতে পারবেন না এই ফুটবলার। তিনি গোটা মরসুমের জন্য ছিটকে যাওয়ায় পরিকল্পনা বদল করতে হয় মহমেডানকে। তাঁর পরিবর্তে রুইসকে আনা হচ্ছে। 

কবে কলকাতায় আসবেন পর্তুগিজ তারকা?
আগামী দু'একদিনের মধ্যেই কলকাতায় আসার কথা রুইসের। সোমবার আইএসএলএর প্রথম ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে নর্থ ইস্টের (North East United FC) সামনে মহমেডান। পেড্রো বানালির দল কিছুদিন আগেই কলকাতার মাটি থেকেই ডুরান্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে ট্রফি জিতেছে। ফলে এই ম্যাচ যে সহজ হবে না তা ভালভাবেই জানেন সাদা-কালো শিবিরের কোচ আন্দ্রে চেরনিশভ। সেজন্য, বহু আগে থেকেই নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করেছিলেন তিনি। 

কেমন ফুটবলার নুনো?
এর আগে জেমি ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটিতে খেলেছিলেন এই পর্তুগিজ তারকা। টানা তিনবার অজি লিগ জেতার পাশাপাশি গত ২০২১ সালে এ-লিগ চ্যাম্পিয়নশিপ জেতার ও রেকর্ড রয়েছে এই ফুটবলারের। সবদিক মাথায় রেখেই ম্যাকলারেন সতীর্থের উপরেই এবার ভরসা রাখছে ব্ল্যাক প্যান্থার্স। 

Advertisement

POST A COMMENT
Advertisement