scorecardresearch
 

East Bengal vs Mohammedan Sporting: মহমেডান সমর্থকের হাতে 'বন্দুক',ডার্বি ম্যাচে 'তালিবানি সেলিব্রেশন'!

কলকাতা ময়দানে (Kolkata Maidan) স্টেনগান সেলিব্রেশন বেশ বিখ্যাত। সনি নর্দে (Sony Norde) যে ট্রেন্ড শুরু করেছিলেন, তা আজও এগিয়ে নিয়ে যাচ্ছেন দিমিত্রি পেত্রাতোসরা (Dimitri Petratos)। ইস্টবেঙ্গলের ফুটবলাররাও ডার্বি (Kolkata Derby) শুধু নয়, গোল পেলে বহুবার এই সেলিব্রেশন দেখিয়েছেন। সেই সেলিব্রেশন ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। দর্শকরাও একইভাবে মেতেছেন এই সেলিব্রেশনে। তবে এবার নৈহাটি স্টেডিয়ামে সরাসরি বন্দুক হাতে দেখা গেল এক সমর্থককে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisement
স্টেনগান সেলিব্রেশন স্টেনগান সেলিব্রেশন

কলকাতা ময়দানে (Kolkata Maidan) স্টেনগান সেলিব্রেশন বেশ বিখ্যাত। সনি নর্দে (Sony Norde) যে ট্রেন্ড শুরু করেছিলেন, তা আজও এগিয়ে নিয়ে যাচ্ছেন দিমিত্রি পেত্রাতোসরা (Dimitri Petratos)। ইস্টবেঙ্গলের ফুটবলাররাও ডার্বি (Kolkata Derby) শুধু নয়, গোল পেলে বহুবার এই সেলিব্রেশন দেখিয়েছেন। সেই সেলিব্রেশন ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। দর্শকরাও একইভাবে মেতেছেন এই সেলিব্রেশনে। তবে এবার নৈহাটি স্টেডিয়ামে সরাসরি বন্দুক হাতে দেখা গেল এক সমর্থককে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে কী ঘটেছে?
কলকাতা লিগের (Kolkata League) চ্যাম্পিয়নশিপের ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং (East Bengal vs Mohammedan Sporting)। সেই ম্যাচ অনুষ্ঠিত হয় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। আর সেখানেই খেলনা স্টেনগান (Sten Gun Celebration) নিয়ে সেলিব্রেশনে মাতলেন মহমেডানের এক সমর্থক। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কীভাবে এই বন্দুক নিয়ে ঢুকলেন তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই অনেকে বলছেন, এতদিন খালি হাতে স্টেনগান সেলিব্রেশন দেখা গিয়েছে। আর এবার সরাসরি হাতে বন্দুক নিয়ে সেলিব্রেশন করতে দেখা যাওয়ায়, এই সমর্থককে 'লেজেন্ড' বলছেন তারা।  

দুই বার এগিয়েও জিততে পারেনি মহমেডান
কলকাতা লিগের ডার্বি ২-২ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। ম্যাচের ২০ মিনিটে বামিয়া সামাদের গোলে এগিয়ে যায় মহমেডান স্পোটিং (Mohammedan Sporting)। মহমেডানের জোসেফ দারুণ পাস দেন হীরা মন্ডলের মাথার উপর দিয়ে। সেখান থেকে গোল দেন বামিয়া। যদিও প্রথমার্ধেই জেসিন গোল শোধ করেন। পিভি বিষ্ণুর দেওয়া বল তন্ময় ধরে শট করেন তবে সেই শট বাইরে চলে যাচ্ছিল। সেই সময় বিষ্ণু পায়ে লাগিয়ে বল জালে জড়ান। 

আরও পড়ুন

৫১ মিনিটে গোল করে দলকে ফের এগিয়ে দেন রবিনসন। পেনাল্টি বক্সের কিছুটা দূর থেকে দারুণ শটে গোল করে যান তিনি। ৭৬ মিনিটে গোল শোধ করেন জেসিন। ম্যাচের দ্বিতীয় গোল করেন তিনি। নাসিবের থ্রু বল থেকে এগিয়ে আসা মহমেডান গোলকিপার শুভদীপকে বোকা বানিয়ে গোল করে যান তিনি।   

Advertisement

Advertisement