scorecardresearch
 

Mohammedan Sporting vs Kerala Blasters: ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান, কেরলের বিরুদ্ধে কেমন হবে দল?

প্রথম তিন ম্যাচ বেশ ভাল ছন্দে ছিল দল। তবে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ মহমেডান স্পোর্টিং-এর সামনে। রবিবার তাদের ম্যাচ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া আন্দ্রে চেরনিশভের দল। 

Advertisement
কেরল ব্লাস্টার্স ও মহমেডান কেরল ব্লাস্টার্স ও মহমেডান

প্রথম তিন ম্যাচ বেশ ভাল ছন্দে ছিল দল। তবে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ মহমেডান স্পোর্টিং-এর সামনে। রবিবার তাদের ম্যাচ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া আন্দ্রে চেরনিশভের দল। 

মোহনবাগানের বিরুদ্ধে হারের ধাক্কাতেই প্রথম ছয় থেকে ছিটকে লিগ টেবলের নীচের দিকে নেমে গিয়েছে সাদা-কালো শিবির। সেই জায়গা থেকে নিজেদের তুলে আনতে গেলে রবিবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তিন পয়েন্ট জিততেই হবে তাদের। লিগ টেবলে তাদের চেয়ে তিন ধাপ ওপরে থাকা প্রীতম কোটালরা হার দিয়ে লিগ শুরু করলেও গত তিন ম্যাচে অপরাজিত। তাই তাদের হারানো সোজা হবে না। কিন্তু প্রথম তিন ম্যাচের লড়াকু পারফরম্যান্স যদি ফিরিয়ে আনতে পারে মহমেডান, তা হলে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

প্রথম কয়েকটি ম্যাচে দলের দুর্বলতা ধরা না পড়লেও মোহনবাগান ম্যাচে হারের পর সেই সমস্ত সমস্যা ফের দেখা যাচ্ছে। তাই কেরল ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। লিগের প্রথম দু’টি হোম ম্যাচে জিততে পারেনি মহমেডান এসসি। রবিবারের ম্যাচেও জিততে না পারলে তারা আরও তিন দলের ক্লাবে যোগ দেবে, যারা ঘরের মাঠে তাদের প্রথম তিনটি আইএসএল ম্যাচে জিততে পারেনি। এরা হল জামশেদপুর এফসি, ইস্টবেঙ্গল এফসি ও পাঞ্জাব এফসি। এ পর্যন্ত চার ম্যাচে দু’গোল করেছে মহমেডান। রবিবারও তারা গোল করতে না পারলে মহামেডান হবে আইএসএলের তৃতীয় দল, যারা তাদের প্রথম পাঁচ ম্যাচে দুই বা তার কম গোল করতে পেরেছে। বাকি দুই দল ইস্টবেঙ্গল এফসি ও জামশেদপুর এফসি।  

মহমেডানের সম্ভাব্য একাদশ- পদম ছেত্রী (জিকে); এফ লালরেমসাঙ্গা, জোসেফ আদজেই, গৌরব বোরা, জোডিংলিয়ানা রাল্টে; মিরজালোল কাসিমভ, অমরজিৎ সিং কেয়াম; অ্যালেক্সিস গোমেজ, মাকেন ছোটে, লবি মানজুকি

Advertisement

কেরলের সম্ভাব্য একাদশ- সচিন সুরেশ (জিকে); সন্দীপ সিং, প্রীতম কোটাল, মিলোস দ্রিনচিক,  নাওচা সিং; আলেকজান্ডার কোয়েফ, ভিবিন মোহানান; রাহুল কেপি, দানিশ ফারুক, নোয়া সাদাউই; জেসুস জিমেনেজ

Advertisement