scorecardresearch
 

Mohun Bagan: KKR-র উপর রেগে লাল মোহনবাগান, দিল কড়া বিবৃতি

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ইডেনে (Eden Gardens) সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানকে (Mohun Bagan) সম্মান জানাতে এই বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টস। তবে এই ম্যাচে কিছু মোহনবাগান সমর্থককে সবুজ-মেরুন জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে বাধা দেন ইডেনের নিরাপত্তারক্ষীরা এমন অভিযোগ উঠেছিল শনিবারই। রবিবার এ নিয়ে বিবৃতি দিল মোহনবাগান ক্লাব।

Advertisement
শাহরুখ খান ও মোহনবাগান সমর্থক শাহরুখ খান ও মোহনবাগান সমর্থক
হাইলাইটস
  • রেগে গেল মোহনবাগান
  • কেকেআর-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ


কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ইডেনে (Eden Gardens) সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানকে (Mohun Bagan) সম্মান জানাতে এই বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টস। তবে এই ম্যাচে কিছু মোহনবাগান সমর্থককে সবুজ-মেরুন জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে বাধা দেন ইডেনের নিরাপত্তারক্ষীরা এমন অভিযোগ উঠেছিল শনিবারই। রবিবার এ নিয়ে বিবৃতি দিল মোহনবাগান ক্লাব।
 

‘স্বাধীনতায় হস্তক্ষেপ’ বিস্ফোরক অভিযোগ মোহনবাগানের
লখনউ সুপার জায়ান্টসের কর্তারা শনিবারের ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামার কথা ঘোষণা করেন। মূলত মোহনবাগানকে সম্মান জানাতেই এই জার্সি পরে নামার সিদ্ধান্ত নেয় লখনউ। এই ঘোষণা করার পর থেকেই বাড়তি একটা আবেগ কাজ করছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে। অভিযোগ উঠল, লখনউ সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামা সত্ত্বেও, মোহনবাগান সমর্থকরা কেন সেই জার্সি পরে খেলা দেখতে যেতে পারবেন না? এ নিয়েও প্রশ্ন তুলেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বিবৃতি দিয়ে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কেকেআর ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।‘ 
 

আরও পড়ুন: KKR ম্যাচে ইডেনে ঢুকতে বাধা, ক্ষুব্ধ সবুজ-মেরুণ সমর্থকরা

মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দেবাশিস দত্ত আরও জানান, ‘১৯৯০ সাল থেকে ফিফা বিশ্বকাপ সহ, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের জার্সি পরেখেলা দেখতে গিয়েছি। কোথাও কোনও বাধার মুখে পড়তে হয়নি আমায়। কেকেআর ম্যানেজমেন্ট যা করেছে, তা জাতীয় ক্লাবের সম্মানহানির সমান। এবং এতে সাধারণ মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে।‘ 


যদিও সবুজ-মেরুন জামা পরে গেলেই যে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছে তেমনটা নয়, যে সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগানের লোগো ছিল, সেগুলি পরে মাঠে ঢুকতে দেওয়া হয়নি সমর্থকদের। শনিবারের ম্যাচে মোহনবাগানের জার্সি পরে শনিবার মাঠে প্রবেশ করার চেষ্টা করেন অনেকেই। এমনকী একটি ফ্যান ক্লাব ম্যাচ শুরুর আগে সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে রীতিমতো মিছিল করে ইডেনে ঢোকার চেষ্টা করেন। কিন্তু মাঠে প্রবেশ করার সময় তাঁদের বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। বলা হয়, মোহনবাগানের লোগো পরে গ্যালারিতে যাওয়া নিষিদ্ধ। এমনকী মোহনবাগানের পতাকা, স্কার্ফ নিয়েও অনেক সমর্থককে ঢুকতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ করেছেন সবুজ-মেরুন সমর্থকরা। 

Advertisement


সমর্থকদের অভিযোগ, পুলিশ নয়, কেকেআর কর্তৃপক্ষই এই নিয়ম চালু করেছে। যার ফলে পতাকা, স্কার্ফ বাইরে রেখেই অনেক সমর্থককে মাঠে ঢুকতে হয়েছে। জার্সি খুলেই স্টেডিয়ামে ঢুকতে পেরেছেন সমর্থকরা। এর জেরে কেকেআর ম্যানেজমেন্টের ওপর রেগে লাল মোহনবাগান সমর্থকরা। 


 

Advertisement