সোমবারই শহরে চলে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতায় পা রাখার কথা লিওনেল মেসির (Lionel Messi) সতীর্থের। দুই দিনের সফরসূচিতে ব্যস্ত থাকবেন আর্জেন্টিনাকে (Argentina) বিশ্বকাপ এনে দেওয়ার অন্যতম কারিগর।
মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মার্টিনেজের
সোমবার দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটাতে মূলত বিশ্রামেই কাটাবেন মার্টিনেজ। মঙ্গলবার থেকে শুরু হবে তাঁর মূল কর্মসূচি।মিলন মেলায় দুপুরে একটি আলোচনা সভায় যোগ দেবেন বিশ্বকাপ জেতা গোলরক্ষক। অনুষ্ঠানে নিজের জীবনের গল্প ছোট ছোট বাচ্চাদের শোনাবেন মেসির স্বতীর্থ। এরপর যাবেন সন্তোষ মিত্র স্কোয়্যারে। সকাল ১১.৪৫ মিনিটে সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এর পর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র এবং সাব-জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। বিশ্বকাপজয়ীর যাওয়ার কথা রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে। সেখানেও সংবর্ধনা এবং কিছু কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী। সেখানেও অনেক কর্মসূচি রয়েছে তাঁর। সেখানে কলকাতা পুলিশের ফ্রেন্ডস কাপে থাকবেন তিনি। শুধু তাই নয়, উদ্বোধন করবেন পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেট।
এর পর রিষড়ায় যাবেন আর্জেন্টিনার গোলকিপার। মার্টিনেজকে কলকাতায় নিয়ে আসার মূল উদ্যেক্তা শতদ্রু দত্তের বাড়িতে রাতে একটি নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে মার্টিনেজের সঙ্গে থাকবেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সঞ্জীব গোয়েঙ্কা।
মার্টিনেজকে মোহনবাগান সংবর্ধনা দেবে। সেখানে থাকবে বড় চমক। ঐতিহ্যশালী মোহনবাগান রত্নর স্মারক তুলে দেওয়া হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে। মোহনবাগানের সংবর্ধনায় থাকবে ১০০ বছরের স্ট্যাম্প, উত্তরীয়। রবিবার ক্রীড়া সাংবাদিক তাঁবুতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। কী দেওয়া যায় ওনাকে তা নিয়ে। যাতে উনি আমাদের দেওয়া উপহার সঙ্গে নিয়ে যেতে পারেন। আমরা ঠিক করেছি, মোহনবাগান রত্ন-র স্মারক মার্টিনেজকে দেব। সেই রত্ন স্মারকে দিবু লেখা হবে। বাগানের ১০০ বছরের স্ট্যাম্প দেওয়া হবে। পাঁচ জন লাইফ মেম্বার হাতে কার্ড তুলে দেবেন তিনি।‘
তবে প্রশ্ন উঠছে, মোহনবাগান রত্নের স্বারক দেওয়া নিয়ে। সাধারণভাবে ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিনে এই স্মারক তুলে দেওয়া হয়, মোহনবাগান রত্নের হাতে। তা হলে কি মোহনবাগান দিবসের আগেই এমিলিয়ানো মার্টিনেজের হাতে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হচ্ছে? উত্তরে মোহনবাগান সচিব বলেন, ‘'মার্টিনেজ কিন্তু মোহনবাগান রত্ন নন। আমরা সেটা ২৯ জুলাই দেব। কে সেই পুরস্কার পাবে সেটা কমিটি ঠিক করবে।'
ইতিমধ্যেই মার্টিনেজকে দেখার জন্য কলকাতার ফুটবল প্রেমীদের উৎসাহ তুঙ্গে। শনিবার প্রথম ২ ঘন্টার মধ্যেই সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে। রবিবারও সদস্যদের মধ্যে ছিল টিকিট নেওয়ার হিড়িক।