Mohun Bagan: এগিয়ে থেকেও জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে হার, সুপার সিক্সে অনিশ্চিত মোহনবাগান

জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)। কলকাতা লিগে ২-১ গোলে হারল সবুজ-মেরুন শিবির। ম্যাচের শুরু থেকেই তুল্যমূল্য লড়াই দিচ্ছিল জর্জ। সময় এগোতেই পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তবে তরুণ দল শেষটা ভালভাবে করতে পারেনি। ফলে মোহনবাগানের সুপার সিক্সে ওঠাই এখন প্রশ্নের মুখে। 

Advertisement
এগিয়ে থেকেও জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে হার, সুপার সিক্সে অনিশ্চিত মোহনবাগানmohun bagan

জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)। কলকাতা লিগে ২-১ গোলে হারল সবুজ-মেরুন শিবির। ম্যাচের শুরু থেকেই তুল্যমূল্য লড়াই দিচ্ছিল জর্জ। সময় এগোতেই পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তবে তরুণ দল শেষটা ভালভাবে করতে পারেনি। ফলে মোহনবাগানের সুপার সিক্সে ওঠাই এখন প্রশ্নের মুখে। 

আগের দুটি ম্যাচেই ৫টি করে গোল করেছিল সবুজ-মেরুন শিবির। তবে এদিন কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের খেলায় সেই ঝাঁজটা জেন উধাও। তালমিলের অভাব চোখে পড়ল বারবার। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে বাজিমাত করে গেলেন জর্জের অভিজ্ঞ ফুটবলাররা। ডানদিক থেকে রাজ বাস্ফোরকে বোতলবন্দি করলেন মোহন সরকাররা। প্রয়োজনে লোক বাড়িয়ে পায়ের জঙ্গল তৈরি করে আটকে দিলেন মোহনবাগানকে।
 
অথচ ৩০ মিনিটের মাথায় সেরটো পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিলেন মোহনবাগানকে। পেনাল্টি বক্সের মধ্যে বল ক্লিয়ার করার সময় বল লাগে জর্জের জুয়েলের হাতে। সেখান থেকে সুযোগ হাতছাড়া করেননি সেরটো। গোলকিপারকে উল্টোদিকে ফেলে গোল করে যান এই মনিপুরি ফুটবলার।

কিন্তু সেটাকে কাজে লাগিয়ে আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে পারলেন না টাইসন সিংরা। বরং সমানে-সমানে টক্কর দেয় জর্জ টেলিগ্রাফ। বিশেষ করে সুমিত রাঠিদের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন উঠে যেতে বাধ্য। তাঁর ভুল থেকেই আক্রমণ তুলে আনেন রাজেন। সমরেশ হেড বারে লেগে চলে আসে অমিত এক্কার পায়ে। সেখান থেকে গোল করা ছাড়া উপায় ছিল না। 

তার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় জর্জ। এবার ভুল করলেন মোহনবাগানের গোলকিপার রাজা বর্মণ। তাঁর ভুল থেকে বল পেয়ে গোল করে যান সেই অমিত এক্কা। বল গোললাইন অতিক্রম করেছিলেন কিনা সেই নিয়ে কথা উঠলেও রেফারি কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত ২-১ গোলেই হারে মোহনবাগান।  

POST A COMMENT
Advertisement