Mohun Bagan: ইস্টবেঙ্গলই প্রেরণা? মুম্বই ম্যাচের আগে বুমোসের মন্তব্যে শোরগোল মোহনবাগানে

চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) কাছ থেকেই মুম্বই (Mumbai City FC) বধের রসদ খুঁজছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কথাটা অদ্ভুত শোনালেও, এটা সত্যি। এমন কথা নিজেই জানিয়েছেন মহনবগানের তারকা মিডফিল্ডার হুগো বুমোস (Hugo Boumous)।

Advertisement
ইস্টবেঙ্গলই প্রেরণা? বুমোসের মন্তব্যে শোরগোল মোহনবাগানেইস্টবেঙ্গল ক্লাব ও হুগো বুমোস

চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) কাছ থেকেই মুম্বই (Mumbai City FC) বধের রসদ খুঁজছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কথাটা অদ্ভুত শোনালেও, এটা সত্যি। এমন কথা নিজেই জানিয়েছেন মহনবগানের তারকা মিডফিল্ডার হুগো বুমোস (Hugo Boumous)।

এক সাক্ষাৎকারে হুগো বলেন, 'ইস্টবেঙ্গল যেমন চার বছর পর, ডার্বিতে আমাদের হারিয়েছে, ঠিক সেভাবেই আমরা মুম্বইকে হারাব।' পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস অনেকটাই ফেরত পেয়েছে মোহনবাগান। এখন সামনে ডুরান্ড কাপের (Durand Cup) কঠিন চ্যালেঞ্জ। সেখানে কী করবে মোহনবাগান? তা নিয়েই চিন্তায় দলের সমর্থকরা। আসলে এখনও অবধি মুম্বইকে ইন্ডিয়ান সুপার লিগে একবারও হারাতে পারেনি সবুজ-মেরুন। আর সেই জন্যই বেশ চাপে সমর্থক থেকে দলের ফুটবলাররা। এখনও অবধি সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচবারই জিতেছে মুম্বইয়ের ক্লাব। আর ড্র হয়েছে দু’টি ম্যাচ। এবার ডুরান্ড কাপে মোহনবাগান চাকা ঘোরাতে পারেন কিনা সেটাই দেখার।

 
সমস্যায় রয়েছে জুয়ান ফেরান্দোর দল। একাধিক ফুটবলার ভারতীয় দলের শিবিরের জন্য চলে গিয়েছেন। সিনিয়র দলের পাশাপাশি যুব দলের জন্যও একাধিক ফুটবলার চলে গিয়েছেন। ফলে সেট দল পাওয়া নিয়ে সমস্যা। যদিও ডার্বি হারের ধাক্কা কাটিয়ে দারুনভাবে ফিরে এসেছে মোহনবাগান। ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপেও একের পর এক জয় তুলে নিচ্ছে ফেরান্দোর ছেলেরা। শনিবার তার মধ্যেই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। সেই ম্যাচ যে একেবারেই সহজ হবে না তা ভালোভাবেই জানেন হুগো বুমোসরা। তবে, চির শত্রু ইস্টবেঙ্গলের কাছ থেকেই অনুপ্রেরণা নিতে চাইছেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার।


তবে সমস্ত কিছু ছাপিয়ে, আলোচনায় হুগো বুমোসের মন্তব্য। সাড়ে চার বছর পর, মোহনবাগানকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ডার্বিতে নন্দাকুমারের গোলে জয় পায় লাল-হলুদ। আর এবার সেই ঘটনা থেকেই অনুপ্রেরণা খুঁজছেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। তবে গ্রুপ পর্বের ডার্বির প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে মোহনবাগানের সামনে। ডুরান্ডের ফাইনালে দুই দল উঠলে সেই সুযোগ পাবেন মোহনবাগান ফুটবলাররা। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement