scorecardresearch
 

Mohun Bagan Super Giant: বিদেশি ছাড়াই ট্রাক্টরের বিরুদ্ধে মাঠে মোহনবাগান? বিরাট সমস্যায় মোলিনারা

ঘরের মাঠে রাভশান এফসি-র বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-তে শুরুতেই খানিকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে সবুজ-মেরুনকে। দ্বিতীয় ম্যাচের আগে সমস্যা আরও তীব্র মোহনবাগান শিবিরে। যদিও সমস্যাটা এবার মাঠের বাইরের কারণে। ভিসা সমস্যার কারণে ইরানের মাটিতে ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে সবুজ-মেরুনের বিদেশিদের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

Advertisement
মোহনবাগান মোহনবাগান

ঘরের মাঠে রাভশান এফসি-র বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-তে শুরুতেই খানিকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে সবুজ-মেরুনকে। দ্বিতীয় ম্যাচের আগে সমস্যা আরও তীব্র মোহনবাগান শিবিরে। যদিও সমস্যাটা এবার মাঠের বাইরের কারণে। ভিসা সমস্যার কারণে ইরানের মাটিতে ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে সবুজ-মেরুনের বিদেশিদের খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

চিন্তায় রয়েছে মোহনবাগান
ভিসা সমস্যার জেরে বড় চিন্তায় মোহনবাগান। ২ অক্টোবর ইরানের মাটিতে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের ম্যাচ ট্র্যাক্টর এসসি'র বিরুদ্ধে। কিন্তু ওই ম্যাচে বিদেশিদের ছাড়াই দল সাজাতে হতে পারে মোহনবাগানকে। এমনকী ইরানে যেতে না-পারার তালিকায় রয়েছেন খোদ হোসে মোলিনাও। এই ম্যাচে দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ; এমনকী নয়া বিদেশি নুনো রেইজের কেউই সম্ভবত যেতে পারছেন না ভিসা সংক্রান্ত সমস্যায়। 

কেন ভিসা সমস্যায় সবুজ-মেরুন?
ভারতের মাটিতে খেলতে আসা অধিকাংশ বিদেশি ফুটবলারদের ইরানে খেলতে যাওয়ার উপরে ভিসায় নিষেধাজ্ঞা থাকে। সেই কারণেই ইরানে গিয়ে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে খেলা হচ্ছে না মোহনবাগানের বিদেশিদের। এমনকী ভারতীয় ফুটবলারদের কতজন ওই দেশে খেলতে যেতে রাজি হবেন সেই ব্যাপারেও প্রশ্নচিহ্ন রয়েছে। এখন প্রশ্ন হল কেন এই অসুবিধা? ইরানে প্রবেশ করলে পাসপোর্টের ওপর অভিবাসন দফতর যে সিলমোহর দেয়, তা পরবর্তী সময়ে বিশ্বের অন্যদেশে প্রবেশের অন্তরায় হয়ে যায়। ফলত সমস্যা এড়িয়ে যেতে চান সকলেই। আর সেই কারণেই হয়তো ট্র্যাক্টরের বিরুদ্ধে তাদের দেশে বিদেশিহীন খেলতে হতে পারে মোহনবাগানকে। মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ এই সমস্যার কথা স্বীকার করেছে। তবে নিশ্চিত এখনও কিছু বলা যাচ্ছে না। সমস্যা সমাধানের চেষ্টা যে বাগান ম্যানেজমেন্ট করছে, সে ব্যাপারে সন্দেহ নেই। তবে চেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে।

আরও পড়ুন

Advertisement

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বেশি চিন্তিত দলের আইএসএল সূচি নিয়ে । কারণ ২ অক্টোবর ইরানের ক্লাবের বিরুদ্ধে খেলে ফিরে ৫ অক্টোবর আইএসএলে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুনকে। সবমিলিয়ে এসিএল-২'র দ্বিতীয় ম্যাচ নিয়ে উদ্বেগে বাগান শিবির।

Advertisement