scorecardresearch
 

Mohun Bagan: তাঁর মতো স্টেনগান সেলিব্রেশন, মোহনবাগানের দিমিত্রিকে কী বললেন সনি?

জামশেদপুর এফসির বিরুদ্ধে গোল করে স্টেন গান সেলিব্রেশনে সোনি নর্দেকে মনে করিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগান জনতার নয়নের মণি সোনি অনেকদিন আগেই সবুজ-মেরুন ছেড়েছেন। চোট পেয়ে চোখের জলে প্ৰিয় ক্লাব ছেড়েছেন আই লিগ জেতা গোল স্কোরার। চোট সরিয়ে ফেরার পর তাঁকে ফের দলে নিতে আর্জি জানিয়েছিলেন সমর্থকরা। তবে তা আর হয়ে ওঠেনি। তবে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে তাঁর স্টেনগান সেলিব্রেশন আজও সমর্থকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে।

Advertisement
সনি নর্দে ও দিমিত্রি পেত্রাতোস সনি নর্দে ও দিমিত্রি পেত্রাতোস
হাইলাইটস
  • জামশেদপুরের বিরুদ্ধে গোল করে সেলিব্রেশন করেন পেত্রাতোস
  • ভিডিওতে কমেন্ট সনির

জামশেদপুর এফসির বিরুদ্ধে গোল করে স্টেন গান সেলিব্রেশনে সোনি নর্দেকে মনে করিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগান জনতার নয়নের মণি সোনি অনেকদিন আগেই সবুজ-মেরুন ছেড়েছেন। চোট পেয়ে চোখের জলে প্ৰিয় ক্লাব ছেড়েছেন আই লিগ জেতা গোল স্কোরার। চোট সরিয়ে ফেরার পর তাঁকে ফের দলে নিতে আর্জি জানিয়েছিলেন সমর্থকরা। তবে তা আর হয়ে ওঠেনি। তবে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে তাঁর স্টেনগান সেলিব্রেশন আজও সমর্থকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে।


শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে গোল করে যেন তারই পুনরাবৃত্তি করলেন দিমিত্রি।  এই গোলের ভিডিওতে কমেন্ট করেছেন স্বয়ং সোনি। প্রাক্তন ক্লাব যে এখনও তাঁর হৃদয়ে রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। তিনি লিখেছেন, 'দিমিত্রি নিজের কাজটা করে যাও।' সোনি ভালভাবেই জানেন, সাফল্য পেলে মোহনবাগান সমর্থকরা মাথায় করে রাখবেন পেত্রাতোস। সনির মন্তব্যর রিপ্লাইও করেছেন দিমিত্রি। তিনি লিখেছেন, ' এই ক্লাবের কিংবদন্তিকে আমার শ্রদ্ধার্ঘ্য।' এই পোস্ট স্বাভাবিক ভাবেই এখন ভাইরাল।


এই মরসুমে ইতিমধ্যেই মোহনবাগান জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। গত মরসুমে মোহনবাগানকে আইএসএল জিতিয়েছেন। এবার এনে দিয়েছেন ডুরান্ড কাপ। ফলে তাঁকে নিয়ে দর্শকদের যে আলাদা উন্মাদনা থাকবে তা বলাই বাহুল্য। এবারের আইএসএল-এ তিন নম্বরে থাকলেও আন্তনিও লোপেজ হাবাসের দলের লক্ষ্য শীর্ষে থেকে লিগ শিল্ড জেতা। তবে সেটা করতে হলে পরপর ম্যাচ জিততে হবে। পাশাপাশি হারতে বা পয়েন্ট নষ্ট করতে হবে ওড়িশা এফসি ও মুম্বই সিটি এফসিকে।

আরও পড়ুন

Advertisement