scorecardresearch
 

Mohun Bagan Super Giant: রাভশানের বিরুদ্ধে ড্র, উঠল 'গো ব্যাক' স্লোগান; স্প্যানিশ কোচের উপর 'বিরক্ত' মোহনবাগান?

ডুরান্ড কাপের ফাইনালে হারের পর আইএসএল-এর প্রথম ম্যাচেও জয় অধরাই থেকে গিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এও তিন পয়েন্ট ঘরে তুলতে পারল না মোহনবাগান সুপার জায়েন্ট। আর সেই কারণেই নতুন কোচ হোসে মলিনার উপর ক্ষোভ বাড়ল সমর্থকদের। বুধবার পরিস্থিতি এমন হয় যে, গ্যালারি থেকে 'গো ব্যাক' স্লোগানও শোনা যায়। তবে এসব বিষয় আমল দিতে নারাজ সবুজ-মেরুন কোচ। 

Advertisement
মোহনবাগান ও মোলিনা মোহনবাগান ও মোলিনা

ডুরান্ড কাপের ফাইনালে হারের পর আইএসএল-এর প্রথম ম্যাচেও জয় অধরাই থেকে গিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এও তিন পয়েন্ট ঘরে তুলতে পারল না মোহনবাগান সুপার জায়েন্ট। আর সেই কারণেই নতুন কোচ হোসে মলিনার উপর ক্ষোভ বাড়ল সমর্থকদের। বুধবার পরিস্থিতি এমন হয় যে, গ্যালারি থেকে 'গো ব্যাক' স্লোগানও শোনা যায়। তবে এসব বিষয় আমল দিতে নারাজ সবুজ-মেরুন কোচ। 

ম্যাচ শেষে সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন স্প্যানিশ কোচ। বলেন, 'সমর্থকরা জয় দেখতে চায়। ওদের মনোভাব প্রকাশ করার অধিকার আছে। আমি এইসব নিয়ে ভাবছি না।' স্টুয়ার্টকে আগে নামালে হয়তো রেজাল্টে পরিবর্তন হতে পারত। কিন্তু ৭৭ মিনিট পর্যন্ত তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়। বাগান কোচ জানালেন, এটা তাঁর স্ট্র্যাটেজির অঙ্গ ছিল। মোলিনা বলেন, 'স্টুয়ার্টকে পরে নামানোই স্ট্র্যাটেজি ছিল। ভেবেছিলাম পরের দিকে ওদের প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়বে, সেই সময় স্টুয়ার্ট তার ফায়দা নিতে পারবে।' ঘরের মাঠে তিন পয়েন্ট হাতছাড়া হওয়ায় হতাশ মোলিনা। তবে দলের সার্বিক পারফরম্যান্সে খুশি। মোলিনা বলেন, 'আমরা তিন পয়েন্ট পেতে চেয়েছিলাম। আমরা বেশি গোলের সুযোগ তৈরি করেছি। তিন পয়েন্ট না পেয়ে অবশ্যই কিছুটা হতাশ। তবে এবার পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। ট্রাক্টর ম্যাচ নিয়ে ভাবার সময় আছে। আপাতত আমাদের আইএসএলে ফোকাস ফেরাতে হবে।' 

মোহনবাগান সমর্থকদের পোস্ট
মোহনবাগান সমর্থকদের পোস্ট

এদিন বাগানের খেলায় কিছুটা দায়সারা ভাব চোখে পড়ে। বিশেষ করে প্রথমার্ধে। ফুটবলারদের মধ্যে সেই তাগিদের অভাব ছিল। একাধিক সিটার মিস হয়। কিন্তু দিমিত্রির দাবি, তাঁদের চেষ্টার কোনও ত্রুটি ছিল না। দিমি বলেন, 'আমি হতাশ। আমরা জিততে চেয়েছিলাম। চেষ্টার ত্রুটি ছিল না। আমরা প্রচুর চেষ্টা করেছি। আমরা জার্সির সম্মান করি। তাই আমার মনে হয় না চেষ্টায় কোনও খামতি ছিল। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে হবে। খুব বেশি ভাবার সময় নেই। আমাদের আরও বেশি করে চেষ্টা করতে পারি। আমাদের এগিয়ে যেতে হবে। আবার এই ম্যাচটা দেখতে হবে, এবং এটার থেকে শিক্ষা নিতে হবে। ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যেতে হবে।' রেফারিং নিয়ে সরাসরি কিছু মন্তব্য করতে না চাইলেও, একটি কথায় নিজের মনোভাব ব্যক্ত করেন বাগানের তারকা ফুটবলার। দিমিত্রি বলেন, 'আমি রেফারি নিয়ে কিছু বলতে চাই না। আমার মনে হয় যা দেখার সবাই দেখেছে। আমার পা থেকে রক্ত পড়ছিল, কিন্তু কোনও ফাউল দেওয়া হয়নি।'

আরও পড়ুন

Advertisement

এদিন প্রথমবার আঠারো জনের দলে ছিলেন জেমি ম্যাকলারেন। কিন্তু সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয়নি। তবে পরের আইএসএল ম্যাচে নামার বিষয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। ম্যাকলারেন বলেন, 'আমি আঠারোজনের দলে ছিলাম মানে আমি নিশ্চয়ই খেলার মতো জায়গায় আছি। এদিন সেই সুযোগ হয়নি। আশা করছি পরবর্তী ম্যাচে সেই সম্ভাবনা তৈরি হবে।' ম্যাকলারেন প্রসঙ্গে মোলিনা জানান, তিনি এই বিষয়ে কোনও হটকারিতা করতে চান না। অজি বিশ্বকাপারকে চাপের মুখে ফেলতে চান না। তবে সোমবার নর্থ ইস্ট ম্যাচে ম্যাকলারেনের সবুজ মেরুন জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা যে প্রবল, তার ইঙ্গিত দিয়ে রাখলেন বাগান কোচ।  

Advertisement