ডার্বি (Kolkata Derby) হার ভুলে সামনের দিকে এগোনই এখন লক্ষ্য মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)। এএফসি কাপের (AFC Cup) প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রিলিমারি রাউন্ডে তাদের প্রতিপক্ষ নেপালের মাছিন্দ্রা এফসি। জয় ছাড়া কিছুই ভাবতে নারাজ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। অন্যদিকে মোহনবাগানকে হারাতেই এসেছেন। এমন হুঙ্কারই দিয়ে রাখলেন মাছিন্দ্রা কোচ কিশোর কুমার।
প্রতিপক্ষ মাছিন্দ্রাকে সমীহ করছেন জুয়ান। তিনি বলেন, ‘অবশ্যই এটি আন্তর্জাতিক ম্যাচ, তাই সহজ হবেনা। মাছিন্দ্রা শেষ ম্যাচ জিতেছে। মাছিন্দ্রা অনেক আক্রমণাত্মক দল।‘ এএফসি কাপের ম্যা চে প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রাখেন জুয়ান। এই নিয়ে বাগান কোচ বলেন, 'আমার দলে সকলেই ভালো ফুটবলার। আমাদের অজুহাত দেওয়ার জায়গা নেই। দিনের পর দিন অনুশীলন করে আমাদের ফোকাস রেখে এগিয়ে যেতে হবে। আগামী ম্যাচ জেতাই আমাদের লক্ষ্যা। আজ ও কাল অনুশীলনের পর সেরা একাদশ নামানোর চেষ্টা করব। মাছিন্দ্রা এফসিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
এরপর ডার্বি প্রসঙ্গ উঠলেও তা নিয়ে জুয়ান কিছুই বলতে চাননি। মোহনবাগান কোচ বলেন, ‘আমরা হয়ে যাওয়া ম্যাচের ফলাফল পরিবর্তন করতে পারব না। আমাদের এগিয়ে যেতে হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ডার্বি ম্যা চ নিয়ে ভাবতে চাই না। এএফসি কাপেই ফোকাস থাকছে আমাদের। আমরা অবশ্যই কিছু ভুল করেছি। আর সেই কারণেই আমরা আরও পরিশ্রম করছি। আমরা আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করছি। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ভুল গুলি শুধরে পরবর্তী ম্যাচে নামা।‘
দলে একাধিক তারকা ফুটবলার। সমর্থকদের প্রত্যাচশা বেশি। ডিফেন্ডার আনোয়ার আলির প্রশংসা করেন সবুজ-মেরুন কোচ। জুয়ান বলেন, ‘আমি আনোয়ারকে দিল্লি থেকে চিনি। আমার দলের জন্য সে আদর্শ। পজিশন ফুটবলের জন্য অবশ্যই সকল খেলোয়াড়ের মতোই তাকেও আরও উন্নতি করতে হবে। ভারতের সেরা ৩ সেন্ট্রাল ব্যাকের একজন। জেসন কামিংস, সাদিকুদের সময় লাগবে মানিয়ে নিতে। আমি জানি সকলেই জেসন, সাদিকু নিয়ে উৎসাহিত, কিন্তু তাদের আরও অনুশীলন করতে হবে। আগেরদিন কামিংস ২০ মিনিট খেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের পদ্ধতি বোঝা। ভারতে এসে তাঁর জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে মানিয়ে নেবেন। বিদেশির পাশাপাশি দেশি ফুটবলাররাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কিয়ান দিমিত্রির থেকে ভালো খেলেন তাহলে আমি তাকেই খেলাব। তাই আমি সেরা ১১ কেই নামাবো। দেশি-বিদেশি দেখে নয়।‘