scorecardresearch
 

Mohun Bagan: মুম্বইকে হারিয়ে শিল্ড মোহনবাগানের, কত কোটি টাকা পাচ্ছেন কামিন্স-লিস্টনরা?

সোমবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে ২-১ গোলে জিতে শিল্ড জেতে সবুজ-মেরুন। মোহনবাগানের লিগ শিল্ড জিতে কত টাকা পাচ্ছে? এটাই এখন বড় প্রশ্ন। 

Advertisement
চ্যাম্পিয়ন মোহনবাগান চ্যাম্পিয়ন মোহনবাগান
হাইলাইটস
  • মুম্বইকে হারিয়ে লিগ জিতল মোহনবাগান
  • বিরাট পুরস্কার পেলেন ফুটবলাররা

সোমবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে ২-১ গোলে জিতে শিল্ড জেতে সবুজ-মেরুন। মোহনবাগানের লিগ শিল্ড জিতে কত টাকা পাচ্ছে? এটাই এখন বড় প্রশ্ন। 

সাড়ে তিন কোটি টাকা পাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। এমনটাই সূত্রের খবর। এবার মোহনবাগানের লক্ষ্য আইএসএল ট্রফি জেতা। তাই সেলিব্রেশন এখনই করতে চাইছেন না কর্তারা। আর এমন গর্বের ইতিহাসের সাক্ষী রইলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলও। তিনি শুধু একাই নন। সঙ্গে ছিলেন মর্নি মরকেলরাও। রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল কলকাতা ও লখনউ। সেই ম্যাচে সবুজ মেরুন জার্সিতে খেলেছিলেন রাহুলরা। লখনউ সুপার জায়ান্টস এবং মোহনবাগান সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজির মালিক এক। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টস ম্যাচে হাসির ছিলেন কর্ণীর সঞ্জীব গোয়েঙ্কাও। 

ম্যাচের পর ফ্যানদের দিকে এগিয়ে দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্স স্টেনগান সেলিব্রেশনে মেতে ওঠেন। সেই ভিডিও এখন ভাইরাল। ডাগ আউটের ধারেই সেলিব্রেশন চলতে থাকে বেশ কিছুটা সময়। মনবীর সিং, দীপক টাংরি, লিস্টন কোলাসোরা একে অপরের দিকে জল ছিটিয়ে দিতে থাকেন। সাদা টি শার্টের উপর সোনালী রং দিয়ে লেখা চ্যাম্পিয়ন। আর তা পরেই লিগ শিল্ড ট্রফি নিতে গেলেন মোহনবাগান ফুটবলাররা। প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও দর্শকদের অভিবাদন জানাতে দেখা যায় তাদের। টিম বাসেও বেশ মজা করেন দীপক টাংরিরা।

আরও পড়ুন

আসলে মোহনবাগান ট্রফি ক্যাবিনেটে ভারতের প্রায় সমস্ত ট্রফি থাকলেও ছিল না এই লিগ শিল্ড। পাশাপাশি এই ট্রফি জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেল সবুজ-মেরুন। সেই কারণেই এই জয় খুব স্পেশাল মোহনবাগান সমর্থকদের কাছে। আর সেটাই দেখা গেল এদিনের যুবভারতীতে। আবির মেখে, বাজি পুড়িয়ে, মিষ্টি খেয়ে সেলিব্রেশন চলতে থাকল  রাতভর। 

Advertisement

ঘরের মাঠে যুবভারতীতে প্রায় ৬২ হাজার সমর্থকের সামনে মুম্বই সিটি এফসি-কে  ২-১ গোলে হারিয়ে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলেও আনন্দে আত্মহারা মোহনবাগান। শিল্ডের পর তাদের লক্ষ্য এ বার নক আউট চ্যাম্পিয়নশিপ ধরে রাখা। এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচের পরে বললেন,'মোহনবাগান যা খেলল তাতেই চ্যাম্পিয়ন হল। আইএসএল চ্যাম্পিয়ন হল। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল। এবার অধরা লিগ শিল্ড জিতে নিল। কখনও মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি এবার সেটাও জিতল।'        
             

Advertisement