Mohun Bagan Super Giant: মোহনবাগানে একাধিক বদল, কোচ থাকবেন হাবাস? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

আন্তনিও লোপেজ হাবাসের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলেও, স্প্যানিশ কোচ নিজেই আরও এক বছর থাকতে চেয়েছেন মোহনবাগানের দায়িত্বে। মোহনবাগান সুপার জায়েন্ট টিম ম্যানেজমেন্টের সঙ্গেও তাঁর এ ব্যাপারে কথাবার্তা চলছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে বয়সের কারণে তিনি যে বেশিদিন কোচিং করাবেন না তাও বলেছিলেন আইএসএল-এর সবচেয়ে সফল কোচ। এর মধ্যেই আরও একটা জল্পনার কথা শোনা যাচ্ছে। হাবাস নাকি ভারতীয় দলের কোচ হতে পারেন। 

Advertisement
মোহনবাগানে একাধিক বদল, কোচ থাকবেন হাবাস? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছেমোহনবাগান দল ও হাবাস

আন্তনিও লোপেজ হাবাসের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলেও, স্প্যানিশ কোচ নিজেই আরও এক বছর থাকতে চেয়েছেন মোহনবাগানের দায়িত্বে। মোহনবাগান সুপার জায়েন্ট টিম ম্যানেজমেন্টের সঙ্গেও তাঁর এ ব্যাপারে কথাবার্তা চলছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে বয়সের কারণে তিনি যে বেশিদিন কোচিং করাবেন না তাও বলেছিলেন আইএসএল-এর সবচেয়ে সফল কোচ। এর মধ্যেই আরও একটা জল্পনার কথা শোনা যাচ্ছে। হাবাস নাকি ভারতীয় দলের কোচ হতে পারেন। 

বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভাল কিছু করতে না পারলে ইগর স্টিম্যাচের ছাঁটাই প্রায় নিশ্চিত। এরপর ভারতীয় দলের কোচ কে হবেন? শনিবার আইএসএল ফাইনাল দেখতে এসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ফাইনাল শেষ হওয়ার পর বেশ কিছুটা সময় দুই জনে কথাও বলেন। সেখান থেকেই জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছে, এর আগে ভারতীয় দলের কোচিং করানোর ব্যাপারে খোঁজ খবরও নিয়েছিলেন হাবাস। ফলে মনে করা হচ্ছে স্প্যানিশ কোচ সুনীল ছেত্রীদের কোচিং করাতে রাজি হয়ে যেতে পারেন।

তবে এই সমস্ত প্রশ্নের উত্তর না দিয়েই স্পেনে উড়ে গিয়েছেন হাবাস। শনিবার আইএসএস ফাইনালে মুম্বই সিটির কাছে হারের পরে স্বপ্নভঙ্গের যন্ত্রনা মোহনবাগান শিবিরে। এর মধ্যেই পরের মরসুমের কোচ কে হবেন তা নিয়ে জল্পনা। হাবাস একবার বলেছেন, 'এটাই আমার ভারতে শেষ মরসুম।' আবার একবার বলেছেন, 'ম্যানেজমেন্টের সঙ্গে কথা চলছে।' সবুজ মেরুন ম্যানেজমেন্ট হাবাসকেই কোচ হিসেবে ধরে রাখতে মরিয়া নতুন মরসুমের জন্য। 

কোচ বদলের ভাবনার পাশাপাশি মোহনবাগানে তিন বিদেশি বদল হচ্ছেই। হেক্টর, ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাঁদের রাখা হচ্ছে না। আর্মান্দো সাদিকুর সঙ্গে আরও এক বছর চুক্তি থাকলেও তাঁকে সরানো হতে পারে। জনি কাউকোর চুক্তি শেষ। হাবাস কোচ থাকলে তাঁকে রেখে দেওয়া হতে পারে। পাশাপাশি ভারতীয় ফুটবলাদের মধ্যে কিয়ান নাসিরি ও হামতে চেন্নাইয়েনে যাচ্ছেন। গ্লেন মার্টিন্সের সঙ্গেও চুক্তি শেষ মোহনবাগানের। এই জায়গায় অ্যাকাডেমির ফুটবলাররা জায়গা পেতে পারেন বলে মোহনবাগান সুপার জায়েন্ট সূত্রের খবর। 

Advertisement

POST A COMMENT
Advertisement