scorecardresearch
 

Sony Norde On ISL 2024 Final: মোহনবাগান ফাইনাল জিতলে কী করবেন সনি? দেখুন

লিগ শিল্ড জেতার পর এবার চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র এক কদম দূরে মোহনবাগান সুপার জায়েন্ট। শনিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের আগে দিমিত্রি পেত্রাতোসদের উদ্বুদ্ধ করলেন সবুজ-মেরুনের প্রাক্তন তারকা সনি নর্দে। পাশাপাশি জানিয়ে দিলেন, দল জিতলে স্টেনগান সেলিব্রেশন করবেন তিনি। 

Advertisement
মোহনবাগান দল ও সনি নর্দে মোহনবাগান দল ও সনি নর্দে

লিগ শিল্ড জেতার পর এবার চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র এক কদম দূরে মোহনবাগান সুপার জায়েন্ট। শনিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের আগে দিমিত্রি পেত্রাতোসদের উদ্বুদ্ধ করলেন সবুজ-মেরুনের প্রাক্তন তারকা সনি নর্দে। পাশাপাশি জানিয়ে দিলেন, দল জিতলে স্টেনগান সেলিব্রেশন করবেন তিনি। 


চলতি মরসুমে সনি নর্দেকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে আলোচনা। হাইতিয়ান তারকাকে দেওয়া হচ্ছে মোহনবাগান লেজেন্ড-এর তকমা। মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররাও সেটা জানেন ভালো করে। নর্দেকে উদ্দেশ্য করে গোল সেলিব্রেশন করেছেন সিনিয়র-জুনিয়র দলের ফুটবলাররা। স্টেন গান সেলিব্রেশন তো তাঁরই আমদানি করা। শনিবার ফাইনাল ম্যাচ। তার আগেরদিন ফেসবুক লাইভে এসে মোহনবাগান ফুটবলারদের শুভ কামনা জানান হাইশিয়ান ম্যাজেশিয়ান সনিকে লাইভে দেখতে পেয়ে সমর্থকরাও প্রশ্ন করতে থাকেন। পেত্রাতোসকে নিয়ে যেমন প্রশ্ন ছিল, ঠিক সেভাবেই সনির কাছে সমর্থকদের আবদার ছিল, স্টেনগান সেলিব্রেশন করার।

https://www.facebook.com/reel/458063053385313

আরও পড়ুন

এর উত্তরে মোহনবাগান জনতাকে সনি বলেন, 'কাল 'আমরা' ম্যাচ জিতলে আবার লাইভে এসে স্টেনগান সেলিব্রেশন করব।' শুধু তাই নয়, 'আমরা বলতে তিনি যে মোহনবাগান দলের কথা বলা হচ্ছে তাও জানাতে ভোলেননি সনি। তিনি বলেন। 'আমরা যদি কাল লিগ জিতি তা হলে স্টেনগান সেলিব্রেশন করব এটা আমার প্রমিস। আমরা যদি মুম্বই সিটিকে হারাতে পারি তা হলে স্টেনগান সেলিব্রেশন করব।' প্রসঙ্গত মোহনবাগানের হয়ে খেলার পাশাপাশি একটা সময় আইএসএল-এ মুম্বই সিটি এফসি-র হয়েও খেলেছেন সনি। তবে তাঁর হৃদয়ে দারুণভাবে জায়গা করে নিয়েছে মোহনবাগান। চোট পাওয়ায় সবুজ-মেরুন ক্লাব ছাড়তে হলেও, সমর্থকদের আবেগ ভুলতে পারেননি হাইশিয়ান ম্যাজেশিয়ান।

কোন ছকে বাজিমাত করতে চাইছে মোহনবাগান?
প্র্যাকটিসে সেটপিস এবং পজেশনিং ফুটবলের ওপর জোর দেওয়া হচ্ছে মোহনবাগানের অনুশীলনে। প্র্যাক্টিসে দরজা বন্ধ থাকলেও সূত্রের খবর এমনটাই। ভয়ঙ্কর হয়ে ওঠা ছাংতে এবং বিপিন সিংয়ের দৌড় আটকাতে শুভাশিস বসুকেও বাড়তি সতর্ক থাকার নিদেশ দিয়েছেন মোহনবাগানের হেডস্যার।

Advertisement

Advertisement