scorecardresearch
 

Mohun Bagan vs Hyderabad FC: 'ওদের আগেও হারিয়েছি', হায়দরাবাদ ম্যাচের আগে হুঙ্কার মোহনাবাগানের পেত্রাতোসের

গোটা মরশুম জুড়েই শেয়ানে শেয়ানে টক্কর দিয়েছে মোহনবাগান হায়দরাবাদ এফসি। আর এবার মরশুমের শেষ ম্যাচে, ফের মুখোমুখি দুই দল। শেষবার আইএসএল-এর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। দুই লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় সবুজ-মেরুন ব্রিগেড। সুপার কাপে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হলেও, এএফসি কাপের মূলপর্বে যাওয়ার সুযোগ থাকছে মোহনবাগানের সামনে। বুধবার হায়দরাবাদকে হারাতে পারলে এএফসি কাপের মূল পর্বে পৌঁছে যাবে মোহনবাগান।

Advertisement
দিমিত্রি পেত্রাতোস দিমিত্রি পেত্রাতোস

গোটা মরশুম জুড়েই শেয়ানে শেয়ানে টক্কর দিয়েছে মোহনবাগান হায়দরাবাদ এফসি। আর এবার মরশুমের শেষ ম্যাচে, ফের মুখোমুখি দুই দল। শেষবার আইএসএল-এর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। দুই লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় সবুজ-মেরুন ব্রিগেড। সুপার কাপে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হলেও, এএফসি কাপের মূলপর্বে যাওয়ার সুযোগ থাকছে মোহনবাগানের সামনে। বুধবার হায়দরাবাদকে হারাতে পারলে এএফসি কাপের মূল পর্বে পৌঁছে যাবে মোহনবাগান।

এএফসি কাপের প্লে অফের ম্যাচে দিমিত্রি পেত্রাতোসদের ঘিরে প্রত্যাশা তুঙ্গে। সোমবার ঘরের মাঠে অনুশীলনের পরই কোঝিকোড় উড়ে যাবে মোহনবাগান। এএফসির কোয়ালিফাইং রাউন্ডে খেলতে নামার আগে যুবভারতীতে ৯ দিন অনুশীলন করলেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। দলে যোগ দিয়েছেন ব্রেন্ডন হ্যামিলও। ফলে এই ম্যাচে সব বিদেশিকেই হাতে পাবেন কোচ জুয়ান ফেরান্দো। বুধবারের ম্যাচের আগে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী হলেও, হায়দরাবাদকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ফেরান্দোরা। পেত্রাতোসের কথাতেই তা পরিষ্কার। ম্যাচে নামার আগে মোহনবাগান স্ট্রাইকার বলেন, 'আইএসএল চ্যাম্পিয়ন হয়েই থেমে থাকতে চাই না। গত বার ইন্টার জোনাল সেমিফাইনাল খেলেছিলাম। এ বার আরও উপরে ওঠাই লক্ষ্য। এই পর্যায়ে ভালো খেললে আমাদের সুনাম বাড়বে। তার আগে মরসুমের শেষ ম্যাচে হায়দরাবাদকে হারাতে চাই। ওরা লিগে রানার্স হয়েছে। বেশ শক্তিশালী দল। তবে হায়দরাবাদকে হারানোর অভিজ্ঞতা আমাদের রয়েছে। নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি। হায়দরাবাদের শক্তি আর দুর্বলতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। ওদের হারিয়ে খোলা মনে দেশে ছুটি কাটাতে চাই।'

সুপার কাপের ব্যর্থতা ভুলে ঝাঁপানোই লক্ষ্য মোহনবাগানের। এমনটাই জানিয়ে দিলেন শুভাশিস বসু। তিনি বলেন, 'এএফসি কাপকে বরাবরই আমাদের ক্লাব গুরুত্ব দেয়। আমরা সবাই সেটা জানি। গত বার অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। এএফসি কাপের মূলপর্বে উঠতে পারলে বিদেশের অনেক ভালো ক্লাবের সঙ্গে খেলার সুযোগ আসে। সুপার কাপের ব্যর্থতা ভুলে ঝাঁপাতে চাই। ছুটিতে যাওয়ার আগে এই ম্যাচটা জিতে শেষ করতে চাই। আমরা যদি ভুল না করি, তাহলে এই ম্যাচটা জিতেই মাঠ ছাড়ব। টিম গেমে নির্ভর করেই আমরা মাঠে নামব।’

Advertisement

কোঝিকোড় তাঁর নিজের শহর। সেখানেই সুপার কাপের ফাইনাল জিততে চেয়েছিলেন আশিক ক্রুনিয়ান। তবে সেই আশা পুরন হয়নি তাঁর। যদিও এবার ফের সুযোগ থাকছে এএফসি কাপে নিজেদের জায়গা পাকা করতে। আশিক বুধবারের ম্যাচের আগে বললেন, ‘কোঝিকোড় আমার নিজের শহর। চেয়েছিলাম, সুপার কাপের ফাইনাল ওখানে খেলব। সেই স্বপ্ন পূরণ হয়নি। এ বার সুযোগ হাতছাড়া করতে চাই না। হায়দরাবাদকে হারিয়েই মরসুম শেষ করতে চাই। এই ম্যাচটা জিততে পারলে আমরা এশিয়ার সেরা ক্লাবগুলোর বিরুদ্ধে খেলতে পারব। শুধুমাত্র দেশেই চ্যাম্পিয়ন হয়ে আটকে থাকতে চাই না। আমাদের সবার যা মানসিকতা, তাতে জিততে মরিয়া প্রত্যেকে। ঘরের মাঠে খেলার সুবিধাকে কাজে লাগাতে চাই।’     

Advertisement