ট্রান্সফার মার্কেটে আবারও নতুন চমক। শোনা যাচ্ছে মোহনবাগানে সই করতে চলেছেন অনিরুদ্ধ থাপা। চেন্নাইয়েন এফসি-র এই ফুটবলারকে দলে নিতে চাইছেন মোহনবগান সুপার জায়েন্ট কোচ জুয়ান ফেরান্দো।
সব কিছু ঠিকঠাক থাকলে, রেকর্ড পরিমান ট্রান্সফার ফি দিয়ে অনিরুদ্ধ থাপাকে দলে সই করাতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। পাঁচ বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে আসতে পারেন জাতীয় দলের অন্যতম সেরা মিডফিল্ডার। চেন্নাইয়েন এফসি’র সঙ্গে এখনও এক বছর চুক্তি রয়েছে অনিরুদ্ধর। তবু দীর্ঘদিন ধরেই তাঁকে সই করানোর চেষ্টা চালাচ্ছিল মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। সূত্রের খবর, অবশেষে অনিরুদ্ধ থাপাকে ছেড়ে দিতে রাজি হয়েছে চেন্নাই। মৌখিক কথাবার্তা চূড়ান্তও হয়ে গিয়ছে। যদিও সই এখনও বাকি। তবে তাঁকে নিতে হলে প্রায় ২ কোটি টাকা ট্রান্সফার ফি বাবদ দিতে হবে মোহনবাগানকে।
আরও পড়ুন: একের পর এক চমক লাল-হলুদের, কেরলের লেফট ব্যাককে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল?
এবার তাদের প্রথম টার্গেট দেরাদুনের ফুটবলারটি। ভারতের জার্সিতে নিয়মিত খেলছেন অনিরুদ্ধ। এখনও পর্যন্ত ইগর স্টিম্যাচের দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার। সই হয়ে গেলে ফেরান্দোর মাঝমাঠের শক্তি অনেকটাই বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এএফসি কাপের আগে সেরা দলই স্প্যানিশ কোচের হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা। শুরু থেকেই লেফটব্যাক আকাশ মিশ্রর পাশাপাশি অনিরুদ্ধকে দলে নিতে ঝাঁপিয়েছিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। মুম্বই সিটি এফসি-র সঙ্গে মাঠের বাইরের লড়াইটাও বেশ জমে উঠেছিল। তবে হায়দরাবাদ এফসি-র আকাশ সম্ভবত যোগ দিচ্ছেন মুম্বইতেই। যদিও তিনি এখনও সই করেননি কোনও দলেই।
আরও পড়ুন: রবিবার থেকেই প্র্যাক্টিস শুরু মোহনবাগানের, কলকাতা লিগে কোচ কে?
অন্যদিকে, চেন্নাইয়ান মিডফিল্ডারটিকে পাওয়ার ব্যাপারে মুম্বইকে টেক্কা দিয়ে এগিয়ে মোহনবাগান। এর আগে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন। অস্ট্রেলিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন বিশ্বকাপ খেলা ফুটবলার। ওয়েস্ট কোস্ট মেরিনার্সের হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। তাঁর করা গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ক্লাব। এরপর দুটি গোল পেনাল্টি থেকে করে দলের জয় সুনিশ্চিত করেন তিনি।