Mohun Bagan Transfer News: হুগোকে ছেড়েই দিচ্ছে মোহনবাগান, কোন দলে তারকা মিডফিল্ডার?

শেষ পর্যন্ত হুগো বুমোসকে (Hugo Boumos) ছেড়েই দিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এই মরসুমের শুরুতেই শোনা গিয়েছিল আইএসএল জিতলেও ফরাসি মিডফিল্ডারকে হয়ত আর রাখবে না মোহনবাগান। তবে সেই সময় লম্বা চুক্তির কারণ দেখিয়ে সবুজ-মেরুনেই থেকে গিয়েছিলেন হুগো। তবে এবার আর তা হচ্ছে না। হুগোকে ছেড়েই দিচ্ছে হাবাসের দল।

Advertisement
হুগোকে ছেড়েই দিচ্ছে মোহনবাগান, কোন দলে তারকা মিডফিল্ডার?হুগো বুমোস
হাইলাইটস
  • জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ছাড়ছেন হুগো
  • বড় চমক মুম্বইয়ের

শেষ পর্যন্ত হুগো বুমোসকে (Hugo Boumos) ছেড়েই দিতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এই মরসুমের শুরুতেই শোনা গিয়েছিল আইএসএল জিতলেও ফরাসি মিডফিল্ডারকে হয়ত আর রাখবে না মোহনবাগান। তবে সেই সময় লম্বা চুক্তির কারণ দেখিয়ে সবুজ-মেরুনেই থেকে গিয়েছিলেন হুগো। তবে এবার আর তা হচ্ছে না। হুগোকে ছেড়েই দিচ্ছে হাবাসের দল।

কোন দলে যাচ্ছেন হুগো?
মোহনবাগান ছেড়ে দিল ফরাসি মিডফিল্ডারকে। তিনি এবারের আইএসএল-এ বাকিটুকু খেলবেন মুম্বই সিটি এফসি-র হয়ে। এমনটাই সূত্রের খবর। মুম্বই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ভাল দল গড়ে নিয়েছে। ইস্টবেঙ্গলের থেকে নিখিল পূজারীকে দলে সই করানোর পর এবার আরও এক বড় সই করে ফেলল আইল্যান্ডার্সরা। মিডফিল্ডে হুগো থাকা মানেই চিন্তামুক্ত থাকতেন মোহনবাগান ফ্যানরা। তবে এই মরসুমে সেভাবে খেলতে পারেননি তিনি। বিশেষ করে সুপার কাপের ডার্বিতে তাঁকে কার্যত নড়তেই দেননি ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী। এর জেরেই দল থেকে ছেঁটে ফেলা হল তাঁকে। 

হুগো বুমোসের আচরণেও খুশি ছিলেন না মোহনবাগান কর্তারা। সেই কারণেই গত মরসুমেই তাঁকে ছেঁটে ফেলতে চেয়েছিল সবুজ-মেরুন শিবির। তবে লম্বা চুক্তি থাকায় তা সেবার সম্ভব না হলেও এবার জানুয়ারি উইন্ডোতে তাঁকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। এখন প্রশ্ন হল তা হলে মোহনবাগানে কে আসছেন? সেটা যদিও এখনই জানা যাচ্ছে না। 

কোন দলে কারা?
ট্রান্সফার মার্কেটে শেষ মুহূর্তের লড়াই চলছে। তবে জানা যাচ্ছে, নিখিল পূজারীকে সই করাচ্ছে মুম্বই সিটি এফসি। সিভেরিও টোরকে নিয়ে অনেক কথা শোনা গেলেও তিনি ইস্টবেঙ্গলেই থাকছেন। এমনটাই সূত্রের খবর। পাশাপাশি হিতেশকেও পাচ্ছে না ইস্টবেঙ্গল। তাঁকে সই করাতে চলেছে সুপার কাপের রানার্স ওড়িশা এফসি। যদিও কোনও পক্ষই এখনও অবধি এই সমস্ত ট্রান্সফারের কথা স্বীকার করেনি। ইস্টবেঙ্গলের আরেক বিদেশি বোরহা হেরেরা যদিও লাল-হলুদ ছাড়ছেন। তাঁর জায়গায় ভালস্কেজকে সই করিয়েছে লাল-হলুদ। তিনি হয়ত ডার্বির আগেই দলের সঙ্গে যোগ দেবেন।      

Advertisement

POST A COMMENT
Advertisement