Mohun Bagan Transfer News: গোয়া শবিরে ভাঙন ধরাল মোহনবাগান, কোচ ও ডিফেন্ডার এবার সবুজ মেরুনে

ট্রান্সফার মার্কেটে এই মরসুমে সেভাবে ঝাঁপাচ্ছে না মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। মূলত ফুটবলারদের ধরে রাখার দিকে মন দিয়েছে তারা। সঙ্গে ডেভলপমেন্ট দল বা রিজার্ভ দলকে আরও শক্তিশালী করতে কাজ শুরু করে দিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সে কারণে দুই ফুটবলার সই করাল তারা। 

Advertisement
গোয়া শবিরে ভাঙন ধরাল মোহনবাগান, কোচ ও ডিফেন্ডার এবার সবুজ মেরুনে mohun bagan

ট্রান্সফার মার্কেটে এই মরসুমে সেভাবে ঝাঁপাচ্ছে না মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। মূলত ফুটবলারদের ধরে রাখার দিকে মন দিয়েছে তারা। সঙ্গে ডেভলপমেন্ট দল বা রিজার্ভ দলকে আরও শক্তিশালী করতে কাজ শুরু করে দিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সে কারণে দুই ফুটবলার সই করাল তারা। 

এফসি গোয়া (FC Goa) থেকে লিওয়ান কাস্তানাকে সই করাল মোহনবাগান। পাশাপাশি মুথুট ফুটবল ক্লাব থেকে সালাউদ্দিনকেও দুই বছরের চুক্তিতে সই করাল মোহনবাগান। মুথুট গত মরসুমে দারুণ ফুটবল খেলেছে। আর সেই দলের ক্যাপ্টেনকেই তুলে নিল মোহনবাগান। লক্ষ্য মূল দলের সাপ্লাই লাইনকে আরও শক্তিশালী করা। যুব দল শক্তিশালী হলে সুবিধে হবে মূল দলের। ইতিমধ্যেই যুব দলের একাধিক ফুটবলার সই করেছেন মূল দলে। নিয়মিত ভাল ফুটবল উপহার দিয়ে আন্তনিও লোপেজ হাবাসকে আরও স্বস্তি দিয়েছেন তাঁরা। এই মরসুমে মোহনবাগান ফের নিজেদের মেলে ধরতে পারে কিনা সেটাই এখন দেখার।    

এই মরসুমে ডুরান্ড কাপ, কলকাতা লিগ, সুপার কাপের পাশাপাশি আইএসএল ও এএফসি কাপেও খেলতে হবে সবুজ-মেরুনকে। তবে জানা যাচ্ছে পরের মরসুমের জন্য আলাদা পরিকল্পনা করে রেখেছে মোহনবাগান। আইএসএল, সুপার কাপ ও এএফসি কাপে মূল দল খেলবে। পাশাপাশি রিজার্ভ দল খেলবে ডুরান্ড কাপ, কলকাতা লিগে। গত মরসুমে মোহনবাগান ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড জিতলেও, কলকাতা লিগ, সুপার কাপ জিততে পারেনি। তবে এবার সমস্ত টুর্নামেন্ট জিততেই মরিয়া মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। গত মরসুমে মহামেডান (Mohammedan Sporting Club) কলকাতা লিগ জিতেছিল। সুপার কাপ জিতে নিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার সমস্ত ট্রফি জিততে ঝাঁপাচ্ছে মোহনবাগান। সেই কারণেই মূল দল তো অবশ্যই, রিজার্ভ দলের শক্তিও বাড়াচ্ছে তারা।

ইতিমধ্যেই ডেগি কার্ডোজোকে সহকারি কোচ হিসেবে সই করিয়েছে মোহনবাগান। ক্লিফোর্ড মিরান্ডা দল ছেড়ে দেওয়ায়, সেই জায়গায় দেগি দায়িত্ব নেবেন। এর আগে এটিকে রিজার্ভ দলের দায়িত্ব সামলেছেন ডেগি। সেই দল থেকেই উঠে এসেছেন ফরদিন আলি মোল্লার মত ফুটবলাররা। সেই কারণেই তাঁর উপর আস্থা রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট।   

Advertisement

POST A COMMENT
Advertisement