Mohun Bagan Transfer News: মোহনবাগান ছাড়ছেন তারকা মিডফিল্ডার, কোন দলে যেতে পারেন?

মোহনবাগানের (Mohun Bagan Super Giant) তারকা মিডফিল্ডার হুগো বুমোসকে (Hugo Boumos) প্রস্তাব দিল ওড়িশা এফসি (Odisha FC)। গত মরসুমে দলে থাকলেও জনি কাউকো (Joni Kauko) দলের সঙ্গে যোগ দেওয়ার পর তাঁকে আনরেজিস্টার করার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। মনে করা হয়েছিল, সামনেই এএফসি কাপের (AFC Cup) ম্যাচ। সেই কারণে মোহনবাগান তাঁকে রেখে দিতে পারে। পাশাপাশি তাঁর সঙ্গে চুক্তিও রয়েছে সবুজ-মেরুন ক্লাবের। তবে খেলার সুযোগ সেভাবে না পাওয়ায় তিনি দল ছাড়তে পারেন বলেও নানা জল্পনা শোনা যাচ্ছিল।

Advertisement
মোহনবাগান ছাড়ছেন তারকা মিডফিল্ডার, কোন দলে যেতে পারেন? mohun bagan super giant

মোহনবাগানের (Mohun Bagan Super Giant) তারকা মিডফিল্ডার হুগো বুমোসকে (Hugo Boumos) প্রস্তাব দিল ওড়িশা এফসি (Odisha FC)। গত মরসুমে দলে থাকলেও জনি কাউকো (Joni Kauko) দলের সঙ্গে যোগ দেওয়ার পর তাঁকে আনরেজিস্টার করার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। মনে করা হয়েছিল, সামনেই এএফসি কাপের (AFC Cup) ম্যাচ। সেই কারণে মোহনবাগান তাঁকে রেখে দিতে পারে। পাশাপাশি তাঁর সঙ্গে চুক্তিও রয়েছে সবুজ-মেরুন ক্লাবের। তবে খেলার সুযোগ সেভাবে না পাওয়ায় তিনি দল ছাড়তে পারেন বলেও নানা জল্পনা শোনা যাচ্ছিল।

এর মধ্যেই নতুন মরসুমের দল গড়তে নেমে ভরসাযোগ্য মিডফিল্ডারকে সই করাতে চাইছে ওড়িশা এফসি। গত মরসুমে যদিও খুব বেশি ভাল খেলতে পারেননি হুগো। পাশাপাশি সুপার কাপেও দলকে ভরসা দিতে পারেননি তিনি। সেই কারণে আন্তনিও লোপেজ হাবাস আসার পর তাঁকে সরে যেতে হয়। ফরাসি এই মিডফিল্ডারের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে সবুজ-মেরুনের তবে ওড়িশা এফসি তাঁকে নিতে চাইলে অল্প ট্রান্সফার ফিতে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। 

এর আগে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার হয়েও খেলেছেন তিনি। আর এবার মোহনবাগান থেকে তিনি যেতে পারেন ওড়িশায়। ফলে এখনও অবধি ভারতের ৪ ক্লাবে খেলা হয়ে গেল হুগোর। এর আগে তিনি ফ্রান্সের ক্লাবেই খেলতেন। খেলেছেন মরক্কোর ক্লাবেও। ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবল খেলা এই মিডফিল্ডার এএফসি কাপ ও ভারতে অনুষ্ঠিত নানা টুর্নামেন্ট মিলিয়ে করেছেন ২৩ ম্যাচে ৩ গোল। ৪টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার হিসেবেও। তবে এবার ওড়িশাতে গেলে তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার। 

গত মরসুমেও দারুণ ফুটবল খেলেছে মোহনবাগান। শুরুতে ডুরান্ড কাপ জেতার পর, সুপার কাপ জিততে না পারলেও আইএসএল লিগ শিল্ড জিতে নেয় হাবাসের দল। তবে আইএসএল ফাইনাল জেতা হয়নি তাদের। এবার এএফসি কাপেও খেলবে তারা। সেখানে ভারতের মান রাখার দায়িত্ব সবুজ-মেরুনের। 

Advertisement

POST A COMMENT
Advertisement