Mohun Bagan Transfer: মোহনবাগানের বড় চমক, ৫ বছরের চুক্তিতে দলে অনিরূদ্ধ

অনিরুদ্ধ থাপাকে (Anirudh Thapa) সই করিয়ে ফেলল মোহনবাগান (Mohun Bagan)। বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এই তারকা ফুটবলারকে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড। অবেকদিন ধরেই এই তারকা ফুটবলারের নাম শোনা যাচ্ছিল। তবে এবার চূড়ান্ত ঘোষণা হয়ে গেল।

Advertisement
মোহনবাগানের বড় চমক, ৫ বছরের চুক্তিতে দলে অনিরূদ্ধঅনিরুদ্ধ থাপা

অনিরুদ্ধ থাপাকে (Anirudh Thapa) সই করিয়ে ফেলল মোহনবাগান (Mohun Bagan)। বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এই তারকা ফুটবলারকে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড। অবেকদিন ধরেই এই তারকা ফুটবলারের নাম শোনা যাচ্ছিল। তবে এবার চূড়ান্ত ঘোষণা হয়ে গেল।

ভারতীয় দলের তারকা ফুটবলার অনিরুধ এতদিন খেলেছেন চেন্নাইয়ান এফসিতে। সেখান থেকেই ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান তাঁকে সই করিয়ে নিল। একের পর এক তারকা ফুটবলার সই করায় মোহনবাগান এই মরশুমে যে আরও শক্তিশালী হতে চলেছে তা বলা যায়। ভারতের জার্সিতে নিয়মিত খেলছেন অনিরুধ। এখনও পর্যন্ত ইগর স্টিম্যাচের দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন তিনি। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ অনিরুধ। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার। We sent a special gift to the Midfield Maestro! 😎😏#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/HFZcRwFi96

এএফসি কাপের আগে সেরা দলই স্প্যানিশ কোচ জুয়ানের হাতে তুলে দিতে চাইছে মোহনবাগান কর্তারা। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন। যদিও এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। অস্ট্রেলিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন বিশ্বকাপ খেলা এই ফুটবলার। ওয়েস্ট কোস্ট মেরিনার্সের হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করেন কামিন্স। তাঁর করা গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ক্লাব। এরপর দুটি গোল পেনাল্টি থেকে করে দলের জয় সুনিশ্চিত করেন তিনি।

ভারতের জার্সিতে নিয়মিত খেলছেন অনিরুদ্ধ। এখনও পর্যন্ত ইগর স্টিম্যাচের দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার। সই হয়ে গেলে ফেরান্দোর মাঝমাঠের শক্তি অনেকটাই বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এএফসি কাপের আগে সেরা দলই স্প্যানিশ কোচের হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা। শুরু থেকেই লেফটব্যাক আকাশ মিশ্রর পাশাপাশি অনিরুদ্ধকে দলে নিতে ঝাঁপিয়েছিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) সঙ্গে মাঠের বাইরের লড়াইটাও বেশ জমে উঠেছিল। তবে হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) আকাশ সম্ভবত যোগ দিচ্ছেন মুম্বইতেই। যদিও তিনি এখনও সই করেননি কোনও দলেই। 

Advertisement


এর আগে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন। অস্ট্রেলিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন বিশ্বকাপ খেলা ফুটবলার। ওয়েস্ট কোস্ট মেরিনার্সের হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। তাঁর করা গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ক্লাব। এরপর দুটি গোল পেনাল্টি থেকে করে দলের জয় সুনিশ্চিত করেন তিনি।    
 

POST A COMMENT
Advertisement