ট্রান্সফার মার্কেটে বারেবারে চমক দিচ্ছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শুধু নামীদামী ফুটবলারদের সই করিয়ে নয়, চমক দিচ্ছে কিছু তারকা ফুটবলারকে হঠাৎ ছেড়ে দিয়েও। দুই তারকা বিদেশি জনি কাউকো ও হুগো বুমোসকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। শুধু তাই নয়, ক্যাপ্টেন প্রীতম কোটালকেও হয়ত কেরল ব্লাস্টার্সে পাঠানো হতে পারে। কেন একসঙ্গে তিন তারকাকে ছেড়ে দিচ্ছে সবুজ-মেরুন?
একাধিক তারকা ফুটবলার সই করাচ্ছে মোহনবাগান
সদ্য বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিন্সকে সই করানোর বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হইয়ে গিয়েছে। বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে অনিরুদ্ধ থাপাকেও সই করাতে চলেছে মোহনবাগান। ফলে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে সবুজ-মেরুনের। সেই জন্যই কয়েকজন তারকা ফুটবলারকে লোনে অন্য ক্লাবে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের। তাতে টাকাটাও উঠে আসবে আবার দলের ভারসাম্যও ঠিক থাকবে। যদিও হুগো বুমোসকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের কোনও ক্লাবে হুগোকে ছাড়তে রাজি নন মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা। যদিও তাঁকে আদৌ ছাড়া হবে কিনা তা এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: মোহনবাগান ছাড়ছেন প্রীতম? কেরল দিল বড় অফার
চোট সারতে সময় লাগবে কাউকোর
মোহনবাগানের মূল দলে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। দলে থাকছেন বাকি বিদেশি ফুটবলাররা। ইউরো খেলা জনি কাউকো গত মরশুম থেকেই চোটের কবলে পড়েছিলেন। এই মরশুমেও তাঁর মাঠে ফিরতে ফিরতে অনেকটা সময় লাগবে। শোনা গিয়েছিল, সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আগে ফিট হতে পারবেন না জনি। আর তা হলে মরশুমের অনেকটাই সময় পেরিয়ে যাবে। ফলে মোহনবাগানের কোনও লাভ হবে না। শুধু তাই নয়, তাঁকে ম্যাচ ফিট করতে আরও সময় লাগবে। ফলে বিপদে পড়তে হবে মোহনবাগানকে। সেই জন্যই হয়ত তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। আইএসএলের ট্রান্সফার উইন্ডো খুলে যেতেই বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেসন কামিংসকে সই করিয়েছে মোহনবাগান।
আরও পড়ুন: মোহনবাগান ছাড়ছেন তারকা প্লেয়ার, তালিকায় আর কারা?
কাউকোর বদলে অন্য ফুটবলার চাইছে মোহনবাগান
জনি কাউকোর জায়গায় একাধিক তারকা ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলছে মোহনবাগান। ইতিমধ্যে ৩-৪ জন বিদেশির সঙ্গে কথাবার্তাও শুরু করেছেন সবুজ-মেরুন কর্তারা। শুধু বিদেশি ফুটবলার নয়, কিছু দেশি তারকাদের উপরও নজর রেখেছে এই ক্লাব। তাদের মধ্যে অন্যতম হলেন আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা। তাদের সঙ্গেও চুক্তি সেরে ফেলেছে মোহনবাগান। এর সঙ্গে আরও কিছু বিদেশি তারকা যোগ দেবেন।