scorecardresearch
 

Mohun Bagan Transfer News: স্প্যানিশ ডিফেন্ডার রদ্রিগেজকে প্রস্তাব মোহনবাগানের, তবুও সই নিয়ে জটিলতা কেন?

নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এএফসি কাপের (AFC Cup) অভিযান শুরু করার আগে দল গুছিয়ে নিতে হবে তাদের। জুলাইয়ের শেষের দিক থেকে ডুরান্ড কাপ (Durand Cup) শুরু। আর এই টুর্নামেন্ট দিয়েই শুরু হতে চলেছে এবারের মরসুম। আপুইয়াকে (Apuia Ralte) সই করানোর পর, এক স্প্যানিশ ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা সবুজ-মেরুনের। আলবার্তো রদ্রিগেজের (Alberto Rodriguez) দিকে নজর রয়েছে সবুজ মেরুনের। তবে তিনি কি সই করছেন? তা এখনই বলা যাচ্ছে না।

Advertisement
আলবার্তো রদ্রিগেজ আলবার্তো রদ্রিগেজ

নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এএফসি কাপের (AFC Cup) অভিযান শুরু করার আগে দল গুছিয়ে নিতে হবে তাদের। জুলাইয়ের শেষের দিক থেকে ডুরান্ড কাপ (Durand Cup) শুরু। আর এই টুর্নামেন্ট দিয়েই শুরু হতে চলেছে এবারের মরসুম। আপুইয়াকে (Apuia Ralte) সই করানোর পর, এক স্প্যানিশ ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা সবুজ-মেরুনের। আলবার্তো রদ্রিগেজের (Alberto Rodriguez) দিকে নজর রয়েছে সবুজ মেরুনের। তবে তিনি কি সই করছেন? তা এখনই বলা যাচ্ছে না।

কী পরিস্থিতি আলবার্তো রদ্রিগেজের?
স্প্যানিশ এই ফুটবলারকে সই করাতে চেষ্টা করেছিল মোহনবাগান। তবে আলবার্তোর সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে তাঁর ক্লাব পেরসিবি-এর সঙ্গে। সেই ক্লাব এখনই ছাড়তে চাইছে না এই সেন্ট্রাল ডিফেন্ডারকে। আবার মোহনবাগানও ট্রান্সফার ফি দিয়ে কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে চাইছে না। তবে মোহনবাগান সূত্রের খবর, সবুজ-মেরুন রিক্রুটাররা তাঁকে সই করাতে চাইলেও এখনও অবধি তা চূড়ান্ত এমনটা কোনওভাবেই বলা যাবে না। উল্টে এই ডিল নাও হতে পারে।  

আন্তনিও লোপেজ হাবাস দায়িত্ব ছাড়ার পর, মোহনবাগানের হেড কোচ হয়ে এসেছেন মোলিনা। সূত্রের খবর, তিনি মিডফিল্ডে কোনও বিদেশি ফুটবলার খেলাতে নারাজ। ভারতীয়দের দিয়েই মিডফিল্ড সাজাতে চাইছেন মোলিনা। তাতে আরও শক্তিশালি হবে আক্রমণ ভাগ ও ডিফেন্স। পাশাপাশি উঠে আসবেন একাধিক ভারতীয় তারকা মিডফিল্ডার। তাই রিজার্ভ বেঞ্চ গরম করতে নয়, আপুইয়াকে সই করানো হচ্ছে খেলানোর জন্যই। 

আরও পড়ুন

জেমি ম্যাকলরেন কি নিশ্চিত মোহনবাগানে?
অস্ট্রেলিয়ার বিশ্বকাপার স্ট্রাইকার মোহনবাগানে আসতে রাজি থাকলেও, তাঁর মেডিক্যাল হয়নি। ফুটবলারের সময়ের অভাবেই তা হয়নি বলে সবুজ-মেরুন সূত্রের খবর। মেডিক্যাল টেস্টে পাশ করতে পারলেই সইয়ের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দেবে মোহনবাগান। ফলে দুই বিদেশি ফুটবলারের সই এখনও অবধি আটকে। মোহনবাগান রিক্রটাররা চেষ্টা চালাচ্ছেন। তবে এখনই দুই ফুটবলারের সই হয়ে গিয়েছে তা বলা যাবে না।   

Advertisement

Advertisement