ডুরান্ড কাপের সেমিফাইনাল দ্বৈরথের আগে বিধাননগরের পুলিশই শুধু নয়, স্বস্তিতে নেই মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) কোচ হোসে মোলিনাও (Jose Molina)। বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচে জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) এই ম্যাচেও পাচ্ছেন না তিনি। অস্ট্রেলীয় বিশ্বকাপারের ঘাড়ের চোট এখনও সারেনি। সোমবার অনুশীলনেও দেখা যায়নি ম্যাকলারেনকে। পুরো নব্বই মিনিট খেলার মতো এখনও নাকি তৈরি নন দিমিত্রি পেত্রাতস ও জেসন কামিন্স।
সব চেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে রক্ষণ। শেষ আটের দ্বৈরথে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে তিন গোল খেয়েছিল মোহনবাগান। গোলরক্ষক বিশাল কাইথের সৌজন্যে টাইব্রেকারে জিতে শেষ চারে পৌঁছয় গত বারের ডুরান্ড কাপের চ্যাম্পিয়নরা। আজ, মঙ্গলবার যুবভারতীতে প্রতিপক্ষ সুনীল ছেত্রী, হর্থে পেরেরা দিয়াজ, আলবের্তো নগুয়েরাদের নিয়ে গড়া বেঙ্গালুরু। শেষ আটের দ্বৈরথে দুরন্ত কেরল ব্লাস্টার্সকে হারিয়ে তারা নিজেদের শক্তির পরিচয় দিয়েছে। শেষ চারে ওঠার রাতেই সুনীল বলছিলেন, 'সেমিফাইনালের আগে আমাদের প্রধান কাজ হবে, মোহনবাগানের খেলার ভিডিও বিশ্লেষণ করে নিজেদের তৈরি করা।'
গত কয়েক দিন ধরে গোপনে প্রস্তুতি সেরেছে বেঙ্গালুরু। চিন্তিত মোহনবাগানের স্প্যানিশ কোচ সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে বলছিলেন, 'আমি আগে যখন কলকাতায় কোচিং করিয়েছি, তখন বেঙ্গালুরু আই লিগ খেলত। পরে আইএসএলে ওদের খেলা দেখেছি। শক্তিশালী দল। ওদের একাধিক দুর্দান্ত ফুটবলার রয়েছে।' সুনীলকে নিয়ে মলিনা বলেন, 'ওকে চিনি। সম্মানও করি। কিন্তু সুনীলকে আটকানোর জন্য আমার বিশেষ কোনও পরিকল্পনা নেই। হোসে মলিনা মোহনবাগান সুপার জায়ান্ট এমন একটি দল যাদের একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছে। মাঠ জুড়ে খেলে ওরা। এই ম্যাচ আমাদের খুব সতর্ক হয়ে খেলতে হবে। মনঃসংযোগে ব্যাঘাত ঘটলেই বিপদ।'
জেরার জারাগোজা রীতিমতো অঙ্ক কষে। ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারকে তিনি প্রথম একাদশে খেলাচ্ছেন না। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ফুটবলাররা যখন কিছুটা ক্লান্ত হয়ে পড়ছেন, তখন সুনীলকে নামাচ্ছেন। তাঁর এই চালেই ভেস্তে গিয়েছিল কেরলের পরিকল্পনা। সুনীল খেলছেন একটু পিছন থেকে। সংযুক্ত সময় তাঁর পাস থেকেই হর্থে গোল করে জিতিয়েছিলেন বেঙ্গালুরুকে। সুনীল না হর্থে? বেঙ্গালুরুর কোন ফুটবলারকে নিয়ে বেশি চিন্তিত? সতর্ক মলিনা বললেন, 'কোনও নির্দিষ্ট ফুটবলার নয়, আমি ওদের পুরো দলটা নিয়ে চিন্তিত। সুনীলকে আমি চিনি। যুবভারতীতে আসবেন।'
পঞ্জাবের বিরুদ্ধে শেষ আটের ম্যাচে দিমিত্রি ও কামিন্সকে শুরু থেকে খেলাননি মলিনা। মঙ্গলবার বেঙ্গালুরুর বিরুদ্ধে কি তাঁরা শুরু থেকে খেলবেন? সাংবাদিক বৈঠকে মলিনা বললেন, 'আমার মনে হয়, দিমিত্রি ও কামিন্স এখনও পুরো নব্বই মিনিট খেলার মতো তৈরি নয়। কারণ, দিমিত্রি দেরিতে যোগ দিয়েছিল প্রাক-মরসুম প্রস্তুতিতে। গত সপ্তাহে কামিংসের চোট ছিল। এখনও ৯০ মিনিট খেলার মতো জায়গায় নেই। তা ছাড়া সবে মাত্র চার সপ্তাহ অনুশীলন শুরু হয়েছে। দলের মধ্যে বোঝাপড়া বাড়তে সময় লাগবে।' যদিও সোমবার সন্ধেয় দিমিত্রি ও কামিন্সকে সামনে রেখেই মহড়া সারলেন মোলিনা।
রক্ষণের শক্তি বাড়াতে আলবার্তো রদ্রিগেস, টম আলড্রেডের সঙ্গে অধিনায়ক শুভাশিস বসুর শুরু থেকে খেলা কার্যত নিশ্চিত। প্রথম একাদশে খেলার সম্ভাবনা উজ্জ্বল আপুইয়ারও। একাধিক সমস্যায় জর্জরিত মোহনবাগানকে হাল্কা ভাবে নিতে চান না বেঙ্গালুরুর কোচ। জেরারের কথায়, 'মোহনবাগান সুপার জায়ান্ট এমন একটি দল যাদের একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছে। মাঠ জুড়ে ওরা খেলে। এই ম্যাচ আমাদের খুব সতর্ক হয়ে খেলতে হবে। মনঃসংযোগে ব্যাঘাত ঘটলেই বিপদ।' গত বারের চ্যাম্পিয়নদের আটকাতে রক্ষণ শক্তিশালী করে খেলাই যে লক্ষ্য, গোপন করেননি জেরার। বলেছেন, 'কেরলের বিরুদ্ধে আমরা সকলে মিলে রক্ষণ সামলেছি এবং সঙ্ঘবদ্ধ থেকেছি।'