Mohun Bagan VS East Bengal: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমতা ফেরাতেই আনন্দে কেঁদে ভাসাল মোহনবাগানের খুদে সমর্থক, VIRAL

ডার্বিতে (Kolkata Derby) তখনও পিছিয়ে ছিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। প্রিয় দলকে জেতাতে বিড়বিড় করে কী একটা যেন বলে যাচ্ছিল এক শিশু। ম্যাচের শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে মোহনবাগান গোল পেতেই উল্লাসে ফেটে পড়তে দেখা যায় সেই শিশুকে। আবেগে কেঁদে ফেলে সে। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ভিডিও ভাইরাল। ফেসবুকে অনেকেই বলছেন, এটাই তো বাংলার ফুটবলের আবেগ।

Advertisement
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমতা ফেরাতেই আনন্দে কেঁদে ভাসাল মোহনবাগানের খুদে সমর্থক, VIRALদিমিতত্রি পেত্রাতোসের গোল, খুদে সমর্থকের কান্না

ডার্বিতে (Kolkata Derby) তখনও পিছিয়ে ছিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। প্রিয় দলকে জেতাতে বিড়বিড় করে কী একটা যেন বলে যাচ্ছিল এক শিশু। ম্যাচের শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে মোহনবাগান গোল পেতেই উল্লাসে ফেটে পড়তে দেখা যায় সেই শিশুকে। আবেগে কেঁদে ফেলে সে। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ভিডিও ভাইরাল। ফেসবুকে অনেকেই বলছেন, এটাই তো বাংলার ফুটবলের আবেগ।

শনিবার আইএসএল-এর প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan VS East Bengal)। সেই খেলাই দেখছিল ছোট্ট শিশু। প্রিয় দল ১-২ গোলে পিছিয়ে থাকায় উদ্বিগ্ন ছিল সে। ৮৭ মিনিটে দিমিত্রি পেত্রাতোস সমতা ফেরাতেই দেখা যায় এমন দৃশ্য। বাড়ির লোকেরাই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখান থেকেই তা ভাইরাল হয়। দেখা যায়, উত্তেজনায় সেই শিশু বলছে, 'এটাই মোহনবাগান।' আর যারা শেয়ার করেছেন এই ভিডিও তাঁরা বলছেন 'এটাই বাংলার ফুটবলের আবেগ।'

ডার্বি ম্যাচ ঘিরে মারামারি, একে অপরকে গালাগালি দেওয়া নতুন নয়। তবে পরের প্রজন্ম যে এভাবে ফুটবলের আবেগের সঙ্গে মিশে যাচ্ছে তা দেখে আপ্লুত বাংলার ফুটবলপ্রেমীরা। শনিবার কলকাতায় একটি বিয়ে বাড়িতেও বড় স্ক্রিনে দেখানো হয় ডার্বি। বিয়ে বাড়ির মাঝেও যেন প্রিয় দলের একটাও মুহূর্ত মিস না হয়। সেই কারণেই এমন উদ্যোগ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্রও। নিমন্ত্রণ রক্ষা করতে এলেও অমিতের চোখ ছিল সেই বড় স্ক্রিনের দিকেই। 

ম্যাচের ৩ মিনিটেই অজয় ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে ১৭ মিনিটেই আর্মান্দো সাদিকুর দারুণ ভলিতে সমতা ফেরায় মোহনবাগান। প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনও দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান। সবুজ-মেরুনের আধিপত্যের মাঝেই পেনাল্টি পেয়ে যায় লাল-হলুদ। ৫৫ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে ফের এগিয়ে দেন ক্যাপ্টেন ক্লেইটন। এই মরসুমে শুরু থেকে ফর্মে না থাকলেও সুপার কাপ থেকেই ছন্দ ফিরে পেয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। যদিও শেষরক্ষা হয়নি। ম্যাচের শেষ লগ্নে বিতর্কিত গোল করে যান দিমিত্রি পেত্রাতোস। সেই সময়ই তোলা এই শিশুর ভিডিও ভাইরাল হয়ে যায়।    

Advertisement

POST A COMMENT
Advertisement