Mohun Bagan VS East Bengal Kolkata Derby: দু'বার এগিয়ে গিয়েও পারল না ইস্টবেঙ্গল, ISL-র প্রথম ডার্বি নিষ্ফলা

Mohun Bagan VS East Bengal Live Score: আইএসএল-এর প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। দুই দলেই কয়েকজন তারকা খেলছেন না। তবে এই ম্যাচে জিতে বদলা নিতে মরিয়া আন্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান।

Advertisement
দু'বার এগিয়ে গিয়েও পারল না ইস্টবেঙ্গল, ISL-র প্রথম ডার্বি নিষ্ফলাসমতা ফেরাল মোহনবাগান

Mohun Bagan VS East Bengal Live Score: আইএসএল-এর প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। দুই দলেই কয়েকজন তারকা খেলছেন না। তবে এই ম্যাচে জিতে বদলা নিতে মরিয়া আন্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান।

ম্যাচ শেষ

আইএসএল-এর প্রথম ডার্বি শেষ হল ২-২ গোলে। 

সমতা ফেরাল মোহনবাগান

রেফারির ভুলে গোল খেল ইস্টবেঙ্গল। গোল করলেন পেত্রাতোস। ম্যাচের ফল এখন ২-২।   

শেষ ১২ মিনিটের খেলা বাকি

১২ মিনিটের মধ্যে গোল শোধ করতে হবে মোহনবাগানকে। 

দুরন্ত শট পার্দোর

দারুণ শট করেছিলেন পার্দো। সেভ করলেন বিশাল। নয়ত আরও বড় বিপদে পড়তে পারত মোহনবাগান। 

নামানো হচ্ছে কামিন্সকে

গোল চাইছে মোহনবাগান। তাই কামিন্সকে নামাচ্ছেন হাবাস। অনিরুদ্ধের জায়গায় বিশ্বকাপার।  

মহেশকেও তুলে নেওয়া হল

মহেশের গুরুতর চোট। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল মহেশকে। তাঁর জায়গায় এলেন সুহের। মাঠে নামলেন ভেন্সুপালও।   

তুলে নেওয়া হল নিশু ও সায়নকে

সায়নের জায়গায় মাঠে বিষ্ণু, নিশুর জায়গায় এলেন মন্দার রাও দেশাই। 

পেনাল্টি থেকে গোল ক্লেইটনের

সুপার কাপ ডার্বিতে গোল মিস করেছিলেন ক্লেইটন। তবে এবার ভুল করলেন না তিনি। বিশালকে উল্টোদিকে ফেলে গোল করে গেলেন ইস্টবেঙ্গল ক্যাপ্টেন। 

পেনাল্টি পেয়ে গেল ইস্টবেঙ্গল

নাওরেম মহেশ সিংকে বক্সের মধ্যে ফাউল দীপক টাংরির। পেনাল্টি পেল ইস্টবেঙ্গল। হলুদ কার্ড টাংরিকে। 

আবার চোট হ্যামিলের

চোট পেয়ে মাঠে বসে হ্যামিল। তাঁর জায়গায় দলে এলেন গ্লেন মার্টিন্স। 

হলুদ কার্ড

বাজে ট্যাকেল করে হলুদ কার্ড দেখলেন অজয় ছেত্রী। 

দ্বিতীয়ার্ধে নামলেন মনবীর

দ্বিতীয়ার্ধের শুরুতে বদল মোহনবাগান দলে। এলেন মনবীর। কিয়ানের জায়গায় এলেন জাতীয় দলের তারকা। 

প্রথমার্ধের খেলা শেষ

শেষ হল প্রথমার্ধের খেলা। ম্যাচের ফল ১-১। 

গোল মিস সাদিকুর

সুযোগ পেয়ে গিয়েছিলেন সাদিকু। রাকিপের ভুল থেকে সুযোগ পান সাদিকু। তাঁর শট বাইরে চলে গেল। গোলের মধ্যে থাকলে এগিয়ে যেত মোহনবাগান।  

মুহুর্মুহু আক্রমণ মোহনবাগানের

Advertisement

আত্মবিশ্বাসী মোহনবাগান। গোলের খোঁজে মরিয়া মোহনবাগান।  

৩০ মিনিট অতিক্রান্ত

৩০ মিনিট শেষে খেলার ফল ১-১। তবে আক্রমণের ঝাঁজ বেশি মোহনবাগানের। 

ম্যাচের নিয়ন্ত্রণ মোহনবাগানের দখলে

ডার্বি ম্যাচে সমতা ফিরিয়ে চনমনে মোহনবাগান। একের পর এক আক্রমণ তুলে আনছে সবুজ-মেরুন। 

ক্রেসপোকে তুলে নিলেন কুয়াদ্রাত

ম্যাচের আগেই চোট পেয়েছিলেন ক্রেসপো। তাঁর জায়গায় সায়নকে নামিয়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ। 

সমতা ফেরাল মোহনবাগান

ছন্দে ফিরল মোহনবাগান। গোল করে দলকে ম্যাচে ফেরালেন সাদিকু। 

আমনদীপের অভিষেক

আনোয়ারের জায়গায় আমনদীপকে নামিয়ে দিলেন হাবাস। 

চোট পেলেন আনোয়ার

হ্যামস্ট্রিং পুল হয়ে গেল আনোয়ারের। তাঁকে কী তুকে নেবেন হাবাস?

গোল...

নিশু কুমারের মাপা ক্রস থেকে গোল করে গেলেন অজয়। ৫ মিনিটের মধ্যেই ডিফেন্সের ভুলে গোল খেয়ে গেল মোহনবাগান। 

ম্যাচের শুরুতে ফাউল

বারেবারে মহেশকে ফাউল করছেন মোহনবাগান ফুটবলাররা। শুরু থেকেই মেজাজ চড়ছে ডার্বির।

ডার্বি হারেননি হাবাস

এখনও একটাও ডার্বি ম্যাচ হেরেননি মোহনবাগান কোচ হাবাস।

শুরু হচ্ছে ম্যাচ

দুই দলের ফুটবলাররাই মাঠে নেমে পড়েছেন। শুরু হচ্ছে ম্যাচ। 

মোহনবাগান দলে কারা?

চোট সারিয়ে দীর্ঘ দিন ফিরছেন মোহনবাগানের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। 

ইস্টবেঙ্গল দলে কারা?

কার্ড সমস্যায় দলে নেই সৌভিক চক্রবর্তী।

 

POST A COMMENT
Advertisement