scorecardresearch
 

Mohun Bagan VS Hyderabad FC: ডার্বির আগে ডিফেন্সে নজর মোহনবাগানের, হায়দরাবাদের বিরুদ্ধে এই ফুটবলার?

আইএসএলে (ISL 2024) প্রথম পর্বে হারের হ্যাটট্রিকের পরে সুপার কাপে (Super Cup 2024) ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan Super Giant)। ভুবনেশ্বরে গ্রুপ লিগের প্রথম ম্যাচে শ্রীনিধি এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছে সবুজ মেরুন। রবিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৬ বিদেশি নিয়ে মোহনবাগান খেলতে নামলেও বিদেশিহীন হায়দরাবাদ এফসি। এই ম্যাচে দলের ডিফেন্সের সমস্যা কাটাতে দলে আসতে পারেন ব্রেন্ডন হ্যামিল। 

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল

আইএসএলে (ISL 2024) প্রথম পর্বে হারের হ্যাটট্রিকের পরে সুপার কাপে (Super Cup 2024) ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan Super Giant)। ভুবনেশ্বরে গ্রুপ লিগের প্রথম ম্যাচে শ্রীনিধি এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছে সবুজ মেরুন। রবিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৬ বিদেশি নিয়ে মোহনবাগান খেলতে নামলেও বিদেশিহীন হায়দরাবাদ এফসি। এই ম্যাচে দলের ডিফেন্সের সমস্যা কাটাতে দলে আসতে পারেন ব্রেন্ডন হ্যামিল। 

এই ম্যাচের আগে এলেও এসে যেতে পারেন কোচ আন্তনিও আবাস। প্রথম ম্যাচে না থেকেও সুদূর স্পেন থেকে দারুণ ভাবে নিজের দলকে পরিচালনা করেছেন স্প্যানিশ কোচ। তাঁর টিপস মেনেই কাজ করে গিয়েছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। হায়দরাবাদ ম্যাচকে ক্লিফোর্ড ১৯ জানুয়ারি ডার্বির (Kolkata Derby) মহড়া হিসেবেই নিচ্ছেন। শ্রীনিধির বিরুদ্ধে হ্যামিল না খেললেও হায়দরাবাদের বিরুদ্ধে এই অজি ডিফেন্ডারকে টিমে সেট করে ফেলতে চান তিনি। 

আসলে সুপার কাপে ইস্টবেঙ্গল বেশ ঝলমলে। গোল করার লোকের অভাব থাকলেও দুরন্ত ফর্মে ক্লেইটন। | নন্দ, বিষ্ণুরাও অ্যাটাকিং ফুটবল চালিয়ে যাচ্ছেন। তাই লাল হলুদের ঝড় থামাতে ক্লিফোর্ড ব্যস্ত ডিফেন্সের ফাঁক ভরাতে। ভারতীয় দলের ক্যাম্পে সাত ফুটবলার চলে যাওয়ায় বেশ চাপে পড়তে হয়েছে মোহনবাগানকে। তবে এর মধ্যে আনোয়ার আলি দলের সঙ্গে যোগ দেওয়ায় কিছুটা হলেও সুবিধা পেয়েছে মোহনবাগান। 

আরও পড়ুন

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি মোহনবাগান। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাবাসই। তবে সাইডব্যাক খুঁজলেও এই পজিশনে কোনও ফুটবলার পাওয়া যাচ্ছে না বলেই সবুজ-মেরুন সূত্রের খবর। আসলে ক্যাপ্টেন শুভাশিস বসু সমস্ত ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তাঁর যদি চোট লেগে যায় তা হলে কী হবে? সেটাও এখন বেশ ভাবাচ্ছে মোহনবাগানকে। এর মধ্যেই দেশে এসে যাচ্ছেন হাবাস। ফলে সেই সমস্যাও সমাধান হয়ে যেতে পারে। কারণ দীর্ঘদিন ভারতীয় ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।   

Advertisement

Advertisement