একে তো একাধিক তারকা ফুটবলারের চোট, তার উপর আবার খারাপ ফর্ম। সব মিলিয়ে হায়দরাবাদ এফসি-র (Mohun Bagan vs Hyderabad FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে বেশ চাপে মোহনবাগান সুপার জায়েন্ট। স্ক্যানারের তলায় কোচ জুয়ান ফেরান্দোও। গতবার সবুজ-মেরুনকে আইএসএল জেতালেও, এবার সেই খেতাব ধরে রাখাই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান
এএফসি কাপে ভাল ফল করার আশা নিয়ে মোহনবাগান কর্তারা বড় বাজেটের দল গড়েছিলেন। শুরুটাও বেশ ভালই হয়েছিল সবুজ-মেরুনের। ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারানোর পর, আইএসএল-এও ভাল শুরু করেছিল মেরিনার্সরা। টানা চার ম্যাচ জেতার পর হোঁচট খেতে হয়েছে তাদের। আশিক ক্রুনিয়ানের মত ফুটবলারকে চোটের জন্য পাওয়া যাচ্ছে না। জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরাও আশা জাগাতে পারেননি। গোলের সুযোগ তৈরি করেও স্কোরশিটে নিজেদের নাম তুলতে পারছেন না আক্রমণ ভাগের ফুটবলাররা। ফলে সমস্যা আরও বাড়ছে। রিজার্ভ দল থেকে উঠে আসা ফুটবলাররাও সেভাবে নজর কাড়তে পারেননি। গ্লেন মার্টিন্সরাও নিস্প্রভ থেকেছেন এই মরশুমে।
দারুণ সুযোগ মোহনবাগানের সামনে
হায়দরাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ রয়েছে মোহনবাগানের। কারণ এখনও একটাও ম্যাচ জিততে পারেনি হায়দরাবাদ। লিগ টেবলে এই মুহূর্তে সবার শেষে রয়েছে তারা। সাত ম্যাচে তিনটে ড্র। এএফসি কাপে শেষ ম্যাচটায় ওড়িশার কাছে হারলেও অনবদ্য খেলেছেন সবুজ মেরুনের মিডফিল্ডার হুগো বোমাস। গোল করেছেন, অ্যাসিস্টও। তিনি যদি একইরকম ভাবে এই ম্যাচেও স্ট্রাইকারদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারেন! মোহনবাগান আক্রমণ ভাগ সেই সুযোগ কাজে লাগাতে পারলে এ মরশুমের আইএসএলে একশো শতাংশ জয়ের ধারা বজায় রাখা সম্ভব মোহনবাগানের। ক্ষত সঙ্গী হলেও সেটাই লক্ষ্য সবুজ মেরুনের।
কখন শুরু ম্যাচ?
শনিবার রাত আটটায় শুরু হবে মোহনবাগান-হায়দরাবাদের ম্যাচ। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়।