Mohun Bagan Super Giant: দলে নেই গ্রেগ, আশিস; আজ মোহনবাগানের দল কেমন?

গ্রেগ স্টুয়ার্টের চোট নিয়ে চাপে মোহনবাগান সুপার জায়েন্ট। ওড়িশা এফসি ম্যাচের পর জামশেদপুর ম্যাচেও হয়ত খেলতে পারবেন না এই তারকা ফুটবলার। স্টুয়ার্টের জায়গায় সেক্ষেত্রে সুযোগ পাবেন দিমিত্রি পেত্রাতোস। 

Advertisement
দলে নেই গ্রেগ, আশিস; আজ মোহনবাগানের দল কেমন?Mohun Bagan Super Giant

গ্রেগ স্টুয়ার্টের চোট নিয়ে চাপে মোহনবাগান সুপার জায়েন্ট। ওড়িশা এফসি ম্যাচের পর জামশেদপুর ম্যাচেও হয়ত খেলতে পারবেন না এই তারকা ফুটবলার। স্টুয়ার্টের জায়গায় সেক্ষেত্রে সুযোগ পাবেন দিমিত্রি পেত্রাতোস। 

অনুশীলনে স্টুয়ার্ট বল পায়ে নেমে পড়লেও, তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ সবুজ-মেরুন শিবির। এ বিষয়ে মোলিনা বলেন, 'চোট খেলারই অংশ। দলের অন্য খেলোয়াড়দের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করি, ওরা ভালো পারফরম্যান্স করবে।' মোলিনা অবশ্য আত্মবিশ্বাসী, 'গ্রেগ অবশ্যই আলাদা ধাঁচের খেলোয়াড়। কিন্তু আগের ম্যাচে তাঁকে ছাড়াই দল ভালো খেলেছে। আমরা চোট নিয়ে কারও ওপর চাপ সৃষ্টি করতে চাই না।'

কেমন হবে মোহনবাগানের দল?

মোহনবাগানের জামশেদপুরের বিরুদ্ধে ৪-৪-১-১ ফর্মেশনে নামতে পারে। রক্ষণে স্টপার দুই বিদেশি টম অলড্রেড ও আলবের্তো রদ্রিগেস। এক প্রান্তে শুভাশিস বসু, অন্য প্রান্তে দিপেন্দু বিশ্বাস। মাঝমাঠে আপুইয়া ও দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ। আক্রমণে ম্যাকলারেনের সঙ্গে পেত্রাতোস থাকবেন একটু পিছিয়ে। পরিস্থিতি অনুযায়ী মোলিনা রক্ষণের কৌশলে পরিবর্তন আনতে পারেন।

এই মরসুমে দলে জেমি ম্যাকলারেনের অন্তর্ভুক্তি এবং রক্ষণে বিদেশি খেলানোর কৌশলের কারণে পেত্রাতোস আগের মতো সুযোগ পাচ্ছেন না। তবু মোলিনা জানালেন, 'দিমি দলে সবসময় সাহায্য করতে তৈরি। এই বছর'পরিকল্পনা আলাদা। সেরা চারে বিদেশি বেছে নেওয়া সবসময় সহজ হয় না।' শনিবার ম্যাচে স্টুয়ার্ট ছাড়াও আশিস রাই থাকবেন না। তাঁর জায়গায় স্থানীয় তারকা দীপেন্দু বিশ্বাসের খেলার সম্ভাবনা রয়েছে। মোলিনা বললেন, 'শেষ বার বেঙ্গালুরুর বিরুদ্ধে দীপেন্দুকে খেলিয়েছিলাম। জামশেদপুরের বিপক্ষেও ওর খেলার সম্ভাবনা রয়েছে।'


অন্যদিকে, জামশেদপুরের কোচ খালিদ জামিল লাল কার্ডের কারণে ডাগআউটে থাকতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্বে থাকবেন সহকারী কোচ স্টিভন ডায়াস। তিনি জানিয়েছেন, 'আমরা এখানে শুধু ঘুরতে আসিনি। মোহনবাগানকে কঠিন চ্যালেঞ্জ জানাব।' শনিবারের ম্যাচে মোহনবাগান কতটা নিজেদের পরিকল্পনা কার্যকর করতে পারে, সেটাই এখন দেখার।    

Advertisement

POST A COMMENT
Advertisement