scorecardresearch
 

Indian Team: টিম ইন্ডিয়ার বোলিং কোচ KKR-কে চ্যাম্পিয়ন করা সেই প্লেয়ার

ভারতীয় দলের (Team India) বোলিং কোচ হলেন মর্নি মর্কেল (Morne Morkel)। ভারতীয় দলের হেডকোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই একাধিক পরিবর্তন করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর কথামতোই অভিষেক নায়ারকে (Abhishek Nayar) সহকারী কোচ করেছে বিসিসিআই (BCCI)। যোগ দিয়েছেন রায়ান টেন দুশখাতেও। এরপরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন মর্নি মর্কেল। আর এবার সেই জল্পনায় শিলমোহর দিলেন স্বয়ং জয় শাহ (Jay Shah)। বিসিসিআই সচিব সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।

Advertisement
 টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

ভারতীয় দলের (Team India) বোলিং কোচ হলেন মর্নি মর্কেল (Morne Morkel)। ভারতীয় দলের হেডকোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই একাধিক পরিবর্তন করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর কথামতোই অভিষেক নায়ারকে (Abhishek Nayar) সহকারী কোচ করেছে বিসিসিআই (BCCI)। যোগ দিয়েছেন রায়ান টেন দুশখাতেও। এরপরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন মর্নি মর্কেল। আর এবার সেই জল্পনায় শিলমোহর দিলেন স্বয়ং জয় শাহ (Jay Shah)। বিসিসিআই সচিব সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।

গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স শিবিরের সদস্য ছিলেন মর্কেল। এরপর গম্ভীর যখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন, তখনও ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ ছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা।  ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেটাই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারের প্রথম সিরিজ। এর আগে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন মর্কেল। নিজের দীর্ঘ কেরিয়ারে মোট ৮৬টি টেস্ট খেলেছেন প্রাক্তন প্রোটিয়া পেসার। ১১৭টি ওয়ান ডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে মোট ৩০৯ উইকেট নিয়েছেন। ওয়ান ডে ম্য়াচে ১৮৮ ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৪৭ উইকেট নিয়েছেন এই প্রাক্তন পেসার। ডেল স্টেন ও ভেরন ফিলান্ডারের সঙ্গে জুটি বেঁধে একটা সময় প্রোটিয়া পেস অ্য়াটাকের অন্যতম সেরা বোলার ছিলেন মর্কেল। 

৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মর্কেল। কোচিং কেরিয়ার শুরু করার আগে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন মর্কেল। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের সময় পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের দায়িত্ব সামলেছেন নিঁখুতভাবে। কিন্তু দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান ব্যর্থ হওয়ার পর মর্কেল সরে দাঁড়ান।  

আরও পড়ুন

Advertisement

Advertisement