Morocco vs Brazil: বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই হার ব্রাজিলের, চমক দিচ্ছে মরক্কো

বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছিল মরক্কো (Morocco)। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে গিয়েছিল আশরাফ হাকিমিদের দল। সেই ধারাহাইকতা বজায় রেখেছে মরক্কো।  এবার অবশ্য প্রীতি ম্যাচে। তাঞ্জিয়ারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে (Brazil) ২-১ গোলে হারিয়েছে আফ্রিকার দলটি। মরক্কোর হয়ে দুটি গোল করেছেন সোফিয়ান বোফাল ও আবদেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোল ক্যাসেমিরো। 

Advertisement
বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই হার ব্রাজিলের, চমক দিচ্ছে মরক্কো মরক্কোর গোলদাতা সাবিরি
হাইলাইটস
  • ২-১ গোলে জিতল মরক্কো
  • হারল ব্রাজিল

বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছিল মরক্কো (Morocco)। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে গিয়েছিল আশরাফ হাকিমিদের দল। সেই ধারাহাইকতা বজায় রেখেছে মরক্কো।  এবার অবশ্য প্রীতি ম্যাচে। তাঞ্জিয়ারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে (Brazil) ২-১ গোলে হারিয়েছে আফ্রিকার দলটি। মরক্কোর হয়ে দুটি গোল করেছেন সোফিয়ান বোফাল ও আবদেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোল ক্যাসেমিরো। 

বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই হারতে হল ব্রাজিলকে। চোট থাকায় ব্রাজিল এই ম্যাচে পায়নি নেইমার ও থিয়াগো সিলভাকে। ভারপ্রাপ্ত কোচ রেমন মেনেজেস আজ আন্তর্জাতিক অভিষেক করিয়েছেন সম্ভাবনাময়ী পাঁচ তরুণকে। আরেকটা কারণেও মরক্কোর বিপক্ষে ব্রাজিলের এ ম্যাচটি ছিল বিশেষ। কিংবদন্তি পেলের মৃত্যুর পর এই প্রথম মাঠে নেমেছে তারা। ম্যাচের শুরুতে পেলেকে স্মরণ করেছে ব্রাজিল দল। প্রত্যেক খেলোয়াড়ের জার্সির পেছনে ছিল পেলের নাম।

শুরু থেকেই আক্রমণ করতে থাকে মরক্কো। ব্রাজিল ফুটবলারদের কাছ থেকে বল কেড়ে দ্রুত আক্রমণে উঠে আসার চেষ্টা করতে থাকে মরক্কো। প্রীতি ম্যাচ হলেও বারেবারে প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রদ্রিগোরা। ২৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় মরক্কো। বিলাল খাননুসের কাছ থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন বুফাল। ৩৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ ছিল রদ্রিগোর সামনে। নেইমারের অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কাছ থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি।

ব্রাজিলকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৬৭ মিনিট পর্যন্ত। তাও মরক্কো গোলরক্ষকের ভুলের সুবাদে। বক্সের বাইরে থেকে নেওয়া কাসেমিরোর শট বুনুর নাগালেই ছিল। ঝাঁপিয়ে বলের নাগাল পেলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল তাঁর শরীরের নিচ দিয়ে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। সমতার পর মরক্কোর আক্রমণ আরও গতি পায়। সেই ধারয় ৭৯ মিনিটে চলে আসে গোলও। ওয়ালিদ ছেদদিরার কাছ থেকে বল পেয়ে হাফ-ভলিতে বল জালে পাঠিয়ে দেন সাবিরি। গোলরক্ষক ওয়েভারতনের সেটি দেখা ছাড়া কিছুই করার ছিল না।          

Advertisement

POST A COMMENT
Advertisement