scorecardresearch
 

MS Dhoni IPL 2022: চেন্নাইয়ের জার্সিতে আজই শেষবার? ভক্তদের সুখবর ধোনির

চলতি আইপিএলে শুরুতে চেন্নাইয়ের নেতৃত্বের ব্যাটন পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু তিনি ব্যর্থ হন। একের পর এক ম্যাচ হেরেছে চেন্নাই। অধিনায়কত্ব নিজের কাঁধে তুলে নেন ধোনি। তবে শেষরক্ষা হয়নি! চলতি মরসুমের আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে তারা।

Advertisement
মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি।
হাইলাইটস
  • চলতি আইপিএলে শুরুতে চেন্নাইয়ের নেতৃত্বের ব্যাটন পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা।
  • মাঝপথে ক্য়াপ্টেন হন ধোনি।
  • চলতি আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি সিএসকে।

অদ্যই শেষ রজনী নয়! হলুদ জার্সি আলমারিতে এখনই তুলে রাখছেন না ধোনি। পরের বছরেও আইপিএল খেলবেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি বছর শেষ ম্যাচ খেলতে নেমে ভবিষ্যৎ জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। 

চলতি আইপিএলে শুরুতে চেন্নাইয়ের নেতৃত্বের ব্যাটন পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু তিনি ব্যর্থ হন। একের পর এক ম্যাচ হেরেছে চেন্নাই। অধিনায়কত্ব নিজের কাঁধে তুলে নেন ধোনি। তবে শেষরক্ষা হয়নি! চলতি মরসুমের আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে তারা। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। তখনই ধোনির কাছে জানতে চাওয়া হয় আগামী বছর তিনি চেন্নাইয়ের হয়ে খেলবেন কি না। জবাবে ধোনি বলেন,'অবশ্যই। আগামী মরসুমে খেলব। চেন্নাইকে ধন্যবাদ না জানানোটা ঠিক হবে না। চিপকে না খেললে সিএসকে ভক্তরা কষ্ট পাবেন। আশা করি আগামী বছর দেশের বিভিন্ন শহরে খেলার সুযোগ পাবে দলগুলি। আলাদা আলাদা শহরের ভক্তদের সামনে প্রতিদ্বন্দ্বিতা করব।'

ধোনি আরও জানান,'আমি অনেক ভালবাসা পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ। পরের বছরই চেন্নাইয়ের জন্য শেষবার খেলব কিনা সেটা এখনই বলতে পারব না। দু'বছরের ভবিষ্যদ্বাণী এতটা আগে থেকে সম্ভব নয়। তবে এটা নিশ্চিত থাকুন আগামী বছর কঠোর পরিশ্রম করে ফিরে আসব।'

আরও পড়ুন- বেহালার পৈত্রিক ভিটে ছেড়ে কলকাতায় সৌরভ, নতুন বাড়ি কত কোটি পড়ল?

Advertisement