MS Dhoni IPL 2024, CSK vs SRH: ধোনিকে 'একটিবার' দেখার ভিড়, ভাঙল স্টেডিয়ামের ব্যারিকেড

এবারের আইপিএল-এ (IPL 2024) হয়ত শেষবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সি পরে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। স্বাভাবিক ভাবেই ৪২ বছর বয়সী মাহি ভারতের যে প্রান্তেই যাচ্ছেন প্রচুর দর্শক তাঁকে দেখার জন্য ছুটে যাচ্ছেন। শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে ছয় উইকেটে হেরে যায় চেন্নাই দল। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। তবে এই ম্যাচ শুরুর আগেও ধোনির ভক্তদের একটি ভিন্ন চিত্র দেখা গিয়েছে। থালা ভক্তরা স্টেডিয়ামের ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢোকে। পরে যদিও কোনওমতে পুলিশ কোনও ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
ধোনিকে 'একটিবার' দেখার ভিড়, ভাঙল স্টেডিয়ামের ব্যারিকেডমহেন্দ্র সিং ধোনি
হাইলাইটস
  • CSK vs SRH ম্যাচে ভাঙল স্টেডিয়ামের ব্যারিকেড
  • ধোনিকে দেখার জন্য ভিড়

এবারের আইপিএল-এ (IPL 2024) হয়ত শেষবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সি পরে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। স্বাভাবিক ভাবেই ৪২ বছর বয়সী মাহি ভারতের যে প্রান্তেই যাচ্ছেন প্রচুর দর্শক তাঁকে দেখার জন্য ছুটে যাচ্ছেন। শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে ছয় উইকেটে হেরে যায় চেন্নাই দল। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। তবে এই ম্যাচ শুরুর আগেও ধোনির ভক্তদের একটি ভিন্ন চিত্র দেখা গিয়েছে। থালা ভক্তরা স্টেডিয়ামের ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢোকে। পরে যদিও কোনওমতে পুলিশ কোনও ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপল স্টেডিয়ামের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, প্রচুর দর্শক বৈধ আইপিএল টিকিট থাকা সত্ত্বেও ধোনিদের ম্যাচ দেখতে মাঠে ঢুকতে পারেননি। হতাশ ভক্তরা স্টেডিয়ামের ৪ নং গেটের কাছে ব্যারিকেড ভেঙে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশের সঙ্গে সমর্থকদের ধাক্কাধাক্কি হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেক ভিডিও ভাইরালও হচ্ছে। এই ম্যাচে ধোনি আবারও শেষের দিকে এসে মাত্র ১ রান করেন, কিন্তু যখন তিনি ব্যাট হাতে মাঠে নামেন, তখন শোরগোল ওঠে। যা ছিল দেখার মতো।

চেন্নাই ও হায়দরাবাদের ম্যাচে যা হয়েছিল....
হায়দরাবাদে অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছিল। ভুবনেশ্বর কুমার সবচেয়ে কম রান দেন। তাঁর বলে মারতেই পারেননি চেন্নাই ব্যাটাররা। তিনি তাঁর চার ওভারে মাত্র ২৮ রান দেন। অন্যদিকে হায়দরাবাদ ক্যাপ্টেন কামিন্স ও জয়দেব উনাদকট দুজনেই ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন।

এর পরে, এডেন মার্করামের অর্ধশতক এবং ওপেনার অভিষেক শর্মার ১২ বলে ৩৭ রানের বিস্ফোরক ইনিংসে ভোর করে, সানরাইজার্স হায়দরাবাদ (SRH) IPL 2024 ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (CSK) ছয় উইকেটে হারিয়ে দেয়। চেন্নাই সুপার কিংসকে পাঁচ উইকেটে ১৬৫ রানে আটকে রাখার পর, সানরাইজার্স দল ১৮.১ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। চার ম্যাচে সানরাইজার্স দ্বিতীয় জয় পেল এই ম্যাচে।

Advertisement

POST A COMMENT
Advertisement