scorecardresearch
 

Guinness Book of World Record: টানা ৭২ ঘণ্টা ব্যাটিং! গিনেস বুকে ১৯ বছরের সিদ্ধার্থ

গত সপ্তাহেই এই রেকর্ড গড়েছেন সিদ্ধার্থ। প্রতি ঘণ্টা অনুশীলনের পর ৫ মিনিট বিরতি নিতেন। ক্রিকেটে ব্যাটারদের জন্যও একটা নিয়ম আছে যে ব্যাটার ব্যাট করার সময় প্রতি এক ঘণ্টা পর পর ৫ মিনিট বিরতি নিতে পারে।

Advertisement
সিদ্ধার্থ মোহিতে সিদ্ধার্থ মোহিতে

টানা ৭২ ঘন্টা নেটে ব্যাট করে গেলেন এই ব্যাটার। রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী উদীয়মান ক্রিকেটার সিদ্ধার্থ মোহিতে (Siddharth Mohite)। ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে একটানা নেট অনুশীলন করে বিশ্ব রেকর্ড গড়েছেন এই ব্যাটার। এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সিদ্ধার্থ মোহিতের নাম উঠতে চলেছে।


সাহায্য করেছেন যশস্বীর কোচ

আসলে, সিদ্ধার্থ ৭২ ঘন্টা ৫ মিনিট ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। এ ক্ষেত্রে আরেক ভারতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। বিরাগ ২০১৫ সালে টানা ৫০ ঘন্টা ব্যাট করেছিলেন। এই রেকর্ড গড়তে সিদ্ধার্থকে সাহায্য করেছেন কোচ ও মেন্টর জ্বালা সিং। তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালের (Jaswasi Jaiswal) কোচও তিনি। সিদ্ধার্থের এই রেকর্ডের একটি ভিডিওও তৈরি করা হয়েছে, যা এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Record) জমা হবে।

গত সপ্তাহেই এই রেকর্ড গড়েছেন সিদ্ধার্থ। প্রতি ঘণ্টা অনুশীলনের পর ৫ মিনিট বিরতি নিতেন। ক্রিকেটে ব্যাটারদের জন্যও একটা নিয়ম আছে যে ব্যাটার ব্যাট করার সময় প্রতি এক ঘণ্টা পর পর ৫ মিনিট বিরতি নিতে পারে।

আরও পড়ুন: 'বিশ্বের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান,' বলছেন কার্তিক

আরও পড়ুন: ঝাঁ চকচকে লাক্সারি গাড়ি কিনলেন রোহিত শর্মা, দাম জানেন?

সংবাদমাধ্যমকে সিদ্ধার্থ বলেন, 'আমি যা চেষ্টা করেছি তাতে সফল হয়েছি। এতে আমি খুবই খুশি। আমি এটিই একমাত্র উপায় খুঁজে পেয়েছি যার মাধ্যমে আমি লোকেদের দেখাতে পারি যে আমি আলাদা। করোনার কারণে ক্রিকেটের মূল্যবান দুটি বছর হারিয়েছি। এটা আমার জন্য অনেক বড় ক্ষতি। তখনই আমার মাথায় এটা ভিন্ন ভাবে করার পরিকল্পনা আসে। এ জন্য আমি অনেক অ্যাকাডেমি ও কোচের সঙ্গেও যোগাযোগ করেছি। সবাই আমার জন্য এটা অস্বীকার করেছিল, কিন্তু জ্বলা সিং স্যার সমর্থন দিয়ে বললেন কেন পারবেন না? তিনি আমাকে আমার প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করেছিলেন।

Advertisement

 

Advertisement