Neeraj Chopra: নীরজ যেন বাহুবলী, VIRAL জ্যাভলিন চ্যাম্পিয়নের VIDEO

২৪ বছর বয়সী নীরজ চোপড়ার এই ওয়ার্কআউট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এতে তিনি কোনো ক্যাপশন না দিলেও তার এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিও শেয়ার করে ভক্তরা নীরজকে আসল বাহুবলী বলছেন।

Advertisement
নীরজ যেন বাহুবলী, VIRAL জ্যাভলিন চ্যাম্পিয়নের VIDEOনীরজ চোপড়া (টুঁইটার)
হাইলাইটস
  • ভাইরাল হল নীরজের ভিডিও
  • অলিম্পিক্সে সোনা জিতেছেন নীরজ

ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি অনুশীলনের মাঝেই একটি হেলান পাইপ বেয়ে অসাধারণ দক্ষতায় উপরে উঠে যাচ্ছেন। ভারতকে টোকিও অলিম্পিক্সে সোনা এনে দেওয়া নীরজ চোট কাটিয়ে ফের অনুশীলনে ফিরেছেন। আর সেই সময়ই দেখা গেল এই দৃশ্য। 

২৪ বছর বয়সী নীরজ চোপড়ার এই ওয়ার্কআউট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এতে তিনি কোনো ক্যাপশন না দিলেও তার এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিও শেয়ার করে ভক্তরা নীরজকে আসল বাহুবলী বলছেন।

বক্সার পাঙ্গলও নীরজের ভিডিওতে মন্তব্য করেছেন
এই ভিডিওটি ১৫ সেকেন্ডের। এতে নীরজকে খুব কঠোর ওয়ার্কআউট করতে দেখা যাচ্ছে। ভিডিওতে নীরজ চোপড়াকে হাত ঝুলিয়ে লোহার পাইপে উঠতে দেখা যাচ্ছে। কোন সাপোর্ট ছাড়া হাতে এভাবে পাইপের উপর উঠা খুবই কঠিন। ভারতীয় তারকা বক্সার আমাত পাঙ্গলও এ নিয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন- 'পরের বার একসঙ্গে করব।'

আরও পড়ুন: প্রয়াত অলিম্পিয়ান-ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বদ্রু বন্দ্যোপাধ্যায়

ভক্তরা অবাক

কিছু ব্যবহারকারী নীরজকে এবার ৯১ মিটার দূরে বর্শা নিক্ষেপের কথা বলেছেন। এক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে লিখেছেন- 'এটা কী! অনেক নমনীয় শরীর তো আপনার। আমার হার্টবিট থেমে যাওয়ার মত পরিস্থিতি হয়ে গিয়েছিল।' অনেকে আবার নীরজ চোপড়াকে দেখে বাস্তব বাহুবলী হিসেবে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: এক মরশুমে একাধিক ক্যাপ্টেন, মোহন-কোচের কী ভাবনা?

কমনওয়েলথে খেলতে পারেননি নীরজ

নীরজ চোপড়া এবার চোটের কারণে কমনওয়েলথ গেমস 2022-এ অংশ নিতে পারেননি। এর ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ চোপড়া। তবে এই সময় তিনি পিঠে চোট পান। এ কারণে তাঁকে কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করতে হয়। নীরজের অনুপস্থিতিতে ৯০ মিটারের বেশি জ্যাভলিন নিক্ষেপ করে সোনা জিতেছেন পাকিস্তানের জ্যাভলিন নিক্ষেপকারী আরশাদ নাদিম। জানা যাচ্ছে যে নীরজ চোপড়া এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা লুসান ডায়মন্ড লিগ থেকে ট্র্যাকে ফিরতে পারেন। ২৬ আগস্ট থেকে এই লিগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নীরজ এই লিগে নামবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি। 

Advertisement

POST A COMMENT
Advertisement