Neeraj Chopra: মধ্যরাতে ইতিহাস, পাকিস্তানের নাদিমকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন নীরজ

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফের ইরিহাস গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এতদিন সোনা আসেনি। আজ সেই অধরা সোনা জিতে নিলেন নীরজ। জ্যাভেলিন ফাইনালে নীরজ-সহ মোট তিন ভারতীয় অংশ নিয়েছিলেন। 

Advertisement
মধ্যরাতে ইতিহাস, পাকিস্তানের নাদিমকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন নীরজনীরজ চোপড়া

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফের ইরিহাস গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এতদিন সোনা আসেনি। আজ সেই অধরা সোনা জিতে নিলেন নীরজ। জ্যাভেলিন ফাইনালে নীরজ-সহ মোট তিন ভারতীয় অংশ নিয়েছিলেন। অঞ্জু ববি জর্জের পর, দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন নীরজ। 

তিনজন ভারতীয়ই বেশ ভালো ফর্মে ছিলেন। ফাউল থ্রো দিয়ে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু করেন নীরজ চোপড়া। পাকিস্তানের আরশাদ নাদিম ৭৪.৮০ মিটার থ্রো দিয়ে শুরু করেন। ভারতের আরও এক জ্যাভলিন থ্রোয়ার ডিপি মানু ছোড়েন ৭৮.৪৪ মিটার। প্রথম থ্রো-এর পর ছয় নম্বরে ছিলেন ডিপি মানু। ভারতের আরও এক তারকা কিশোর জেনা ৭৫.৭০ মিটার ছুড়ে ৯ নম্বরে চলে যান।
দ্বিতীয় প্রচেষ্টায় দারুণভাবে ফিরে আসেন ভারতের সোনার ছেলে নীরজ। ৮৮.১৭ মিটার ছুড়ে শীর্ষে উঠে আসেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ফাউল করে বসেন ডিপি মানু। পাকিস্তানের আরশাদ নাদিম তার দ্বিতীয় প্রচেষ্টায় ৮২.৮১ মিটার থ্রো করে ৪র্থ স্থানে উঠে আসেন। ৮০.৪২ মিটার ছুড়ে দ্বিতীয় প্রচেষ্টায় দুই নম্বরে উঠে আসেন জার্মান তারকা। দ্বিতীয় প্রচেষ্টায় কিশোর জানা দারুণ ছোড়েন। ৮০.৪২ মিটার ছুড়ে পাঁচ নম্বরে উঠে আসেন তিনি। 


তৃতীয় প্রচেষ্টায় ভারতের নীরজ চোপড়া ৮৬.৩২ মিটার থ্রো করেন। দ্বিতীয় প্রচেষ্টার মতো না হলেও এগিয়েই ছিলেন ভারতের তারকা। তবে পাকিস্তানের আরশাদ নাদিম ৮৭.৮২ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। এটাই ছিল তাঁর এই মরশুমের সেরা থ্রো। তবুও ভারতের তারকাকে ছুঁতে না পারায় রুপো নিয়েই খুশি থাকতে হল তাঁকে।

 
ভারতের জন্য আরও বড় খবর ডিপি মনু ৮৩.৭২ মিটার থ্রো করে সেরা পাঁচে চলে যাওয়া। যদিও তৃতীয় চেষ্টায় ফাউল করে বসেন ভারতের আরেক তারকা কিশোর। তবে ভারতের তিন তারকাই পরের রাউন্ডে চলে যান। আরশাদ নাদিম ৪র্থ প্রচেষ্টায় ৮৭.১৫ মিটার থ্রো করেন। চতুর্থ প্রচেষ্টায় নীরজ ৮৬.৬৪ মিটার ছোড়েন। 

Advertisement

POST A COMMENT
Advertisement