Neeraj Copra: 'তেরঙ্গায় সই করতে পারি না,' হাঙ্গেরির যুবতীকে নীরজের জবাব VIRAL

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ঐতিহাসিক কৃতিত্বের জন্য প্রশংসার ঝড় উঠেছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই প্রথম কোনও ভারতীয় স্বর্ণপদক জিতেছেন। তবে এর পাশাপাশি তিনি অন্য একটি কারণেও বহু মানুষের মন জয় করলেন। ঘটনা কী?

Advertisement
'তেরঙ্গায় সই করতে পারি না,' হাঙ্গেরির যুবতীকে নীরজের জবাব VIRALফাইল ছবি।
হাইলাইটস
  • বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ঐতিহাসিক কৃতিত্বের জন্য প্রশংসার ঝড় উঠেছে।
  • বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই প্রথম কোনও ভারতীয় স্বর্ণপদক জিতেছেন।
  • তবে এর পাশাপাশি তিনি অন্য একটি কারণেও বহু মানুষের মন জয় করলেন। ঘটনা কী?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ঐতিহাসিক কৃতিত্বের জন্য প্রশংসার ঝড় উঠেছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই প্রথম কোনও ভারতীয় স্বর্ণপদক জিতেছেন। তবে এর পাশাপাশি তিনি অন্য একটি কারণেও বহু মানুষের মন জয় করলেন। ঘটনা কী?

বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জেতার পর তাঁকে একজন হাঙ্গেরিয়ান ভক্ত  ভারতের জাতীয় পতাকায় অটোগ্রাফ দিতে অনুরোধ করেন। কিন্তু নীরজ জানান, তিনি জাতীয় পতাকায় সই করতে পারবেন না। বলেন, "এটি আমার পতাকা কোডের লঙ্ঘন।" 

তিনি পরিবর্তে তাঁর টি-শার্টে স্বাক্ষর করেছেন। নীরজ চোপড়া মাঠে এবং বাইরে মন জয় করে নিয়েছেন, বলছেন অনেকেই। ডেস্কে তেরঙ্গার সঙ্গে ফ্যানের টি-শার্টে সাইন ইন করা চোপড়ার একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।
বুদাপেস্টে ৮৮.১৭ মিটার ছুড়ে সোনা জিতেছেন নীরজ।

তাঁর পরের লক্ষ্য ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছোড়া। চলতি বছরে অনেকটা সময় চোট ভুগিয়েছে নীরজকে। এখনও তিনি ১০০ শতাংশ ফিট নন বলেই জানিয়েছেন ভারতীয় অ্যাথলিট। আগে যতটা দৌড়ে জ্যাভলিন ছুড়তেন এখন ততটা দৌড়চ্ছেন না। বুদাপেস্টে অনেক কম দৌড়ে জ্যাভলিন ছুড়তে দেখা গিয়েছে তাঁকে। দৌড় কমালেও নিজের লক্ষ্য ঠিক রেখেছিলেন নীরজ। 


 

POST A COMMENT
Advertisement