scorecardresearch
 

NZ Vs SL WTC 2023: শেষ বলে কেল্লাফতে! রূদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের, WTC ফাইনালে ভারত

শেষ বলে দরকার ১ রান। হাতে ছিল মাত্র ২ উইকেট। টেস্টে যেন তখন টি২০-র উত্তেজনা। এই উত্তেজনা দেখা গেল নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (New Zealand vs Sri Lanka) প্রথম টেস্ট ম্যাচে। শেষ পর্যন্ত মাত্র দুই উইকেটে জিতে ভারতের (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিল নিউজিল্যান্ড (New Zealand)। এই নিউজিল্যান্ডের কাছে হেরেই এর আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে।  

Advertisement
রুদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের
হাইলাইটস
  • WTC ফাইনালে রোহিতরা
  • টানটান ম্যাচে জিতল নিউজিল্যান্ড

শেষ বলে দরকার ১ রান। হাতে ছিল মাত্র ২ উইকেট। টেস্টে যেন তখন টি২০-র উত্তেজনা। এই উত্তেজনা দেখা গেল নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (New Zealand vs Sri Lanka) প্রথম টেস্ট ম্যাচে। শেষ পর্যন্ত মাত্র দুই উইকেটে জিতে ভারতের (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিল নিউজিল্যান্ড (New Zealand)। এই নিউজিল্যান্ডের কাছে হেরেই এর আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে।  

সোমবার সকালে ভারতের ক্রিকেট ফ্যানদের মনে প্রশ্ন ছিল ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে? একই সঙ্গে দুটি ম্যাচ চলছিল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টেরও শেষ দিন ছিল। অন্যদিকে ভারত ও খেলছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে টিম ইন্ডিয়ার ভক্তদের চোখ ছিল ক্রাইস্টচার্চ টেস্টের দিকেও। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচ ড্র হতে পারে এমনটা আঁচ করা গিয়েছিল আগেই। আর তার জন্যই বাড়তি গুরুত্ব পাচ্ছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট। শেষ পর্যন্ত জিতে যায় নিউজিল্যান্ড। ঝাঁপিয়ে এক রান নিয়ে জেতে নিউজিল্যান্ড। 

আরও পড়ুন: বিরাট কি অসুস্থ? খোলসা করলেন অক্ষর, জানালেন...

ক্রাইস্টচার্চ টেস্ট জিততে নিউজিল্যান্ডের সামনে ২৮৫ রানের টার্গেট দিয়েছে। শেষ দিনে এত রান করা বেশ কঠিন ছিল। তবে অসম্ভব ছিল না। তবে দারুণ লড়াই করে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ডিরেল মিচেলও ঝড়ো ব্যাটিং করেছেন।  জয়ের জন্য শেষ ২০ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ১৫০ রান। টি২০-র মেজাজে খেলতে থাকেন কিউয়ি ব্যাটাররা। তখন তারা ঝড়ো ব্যাটিং করতে শুরু করে দেয়। ড্যারেল মিচেল ৮১ রানের ইনিংস খেলেন। ৩টি চার ও ৪টি ছক্কা মেরেছিলেন তিনি। কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেলের সঙ্গে ১৫৭ বলে ১৪২ রানের জুটি গড়ে ফেলেন। 

Advertisement

আরও পড়ুন: ম্যাচ শেষের আগেই WTC ফাইনালে ভারত, কীভাবে?

শেষ তিন ওভারে ম্যাচ ঘুরে যায়

শেষ তিন ওভারে জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২০ রান। শেষ ওভারে কিউয়িদের প্রয়োজন ছিল সাত রান। হাতে ছিল তিনটি মাত্র উইকেট। শেষ ওভারে কেন উইলিয়ামসন স্ট্রাইক নেন। কিন্তু প্রথম বলেই সিঙ্গেল নেন তিনি। ম্যাট হেনরি দ্বিতীয় বলে একটি সিঙ্গেল নেন, কিন্তু তৃতীয় বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন ম্যাট হেনরি।  তখন শেষ ৩ বলে ৫ রান দরকার। কেন উইলিয়ামসন ওভারের চতুর্থ বলে একটি চার মারেন ফলে স্কোর টাই হয়ে যায়। শেষ দুই বলে এক রান দরকার ছিল, প্রথম বল ডট হওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। সিঙ্গেল ঠেকাতে উইকেটের চারপাশে ফিল্ডার দিয়ে সাজিয়ে রেখেছিল শ্রীলঙ্কা। শেষ বলে সিঙ্গেলের জন্য দৌড়েছিলেন কেন উইলিয়ামসন। শেষ বল ব্যাটে লাগাতে পারেননি উইলিয়ামসন। তবুও দৌড়ে যান। ক্রিজে ঢোকার জন্য ঝাঁপ দিয়ে রান করেন।  

Advertisement